বিশ্ব পানি সপ্তাহ উদযাপন উপলক্ষে পানি পুনঃসংস্থান ও ওয়াশ সেবায় বিশেষ গুরুত্ব Fueling Momentum for Promoting Water Replenishment & WASH Services to Celebrate World Water Week
কোকা-কোলা ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়াটারএইডের প্রকল্প ডিজাইন এবং এ সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সবার সামনে উপস্থাপন
[ঢাকা, ২৩ আগস্ট, ২০২৩] পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সুবিধা এবং পানি পুনঃসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিআরপি’তে (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড) একটি বহুমুখী ও তথ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের পরিপাদ্য ‘সিডস অব চেঞ্জ: ইনোভেটিভ সল্যুশনস ফর আ ওয়াটার-ওয়াইজ ওয়ার্ল্ড’ নিয়ে এবারের বিশ্ব পানি সপ্তাহ উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে কোকা-কোলা ফাউন্ডেশনের সহযোগিতায় সম্পন্ন ‘প্রোমোটিং ওয়াটার রিপ্লেনিশমেন্ট অ্যান্ড ওয়াশ সার্ভিসেস’ শীর্ষক প্রকল্পের ডিজাইন ও এ সংক্রান্ত তথ্য-উপাত্তভিত্তিক অভিজ্ঞতা সবার সামনে উপস্থাপন করে ওয়াটারএইড বাংলাদেশ।
প্রকল্পের অংশ হিসেবে সিআরপি ক্যাম্পাসে জলবায়ু সহিষ্ণু বৃষ্টির পানি সংরক্ষণ প্রযুক্তি প্রয়োগের পাশাপাশি ভূগর্ভস্থ পানির পুনঃসংস্থান ও টেকসইভাবে পানি ব্যবহারের সুযোগ বাস্তবায়নে কাজ করছে ওয়াটারএইড বাংলাদেশ। এই উদ্যোগের মাধ্যমে ৩০ হাজারের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন।
অনুষ্ঠান চলাকালে এ প্রকল্পের মাধ্যমে কীভাবে উদ্ভাবনী ওয়াটার সল্যুশন প্রয়োগ করা হয় তা জানার সুযোগ পান অংশগ্রহণকারীরা। এর মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সবাই এই প্রকল্পের গুরুত্ব সম্পর্কেও ধারণা পান।
অনুষ্ঠানে সিআরপি’র শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পানির সঙ্কট মোকাবিলায় তাদের অভিজ্ঞতা, গবেষণালব্ধ ফলাফল ও উদ্ভাবনী কৌশল তুলে ধরেন। সেখানে পানি ও স্যানিটেশন সংশ্লিষ্ট প্রতিবন্ধকতা মোকাবিলার লক্ষ্যে আধুনিক ডিজাইন ও প্রোটোটাইপগুলো প্রদর্শন করা হয়, যা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তির সক্ষমতা সম্পর্কে ধারণা প্রদান করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপি’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন এবং ওয়াটারএইড বাংলাদেশের প্রোগ্রাম ও পলিসি অ্যাডভোকেসি ডিরেক্টর পার্থ হেফাজ শেখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরপির চিফ অব অ্যাডমিনিস্ট্রেশন শাহ মো. আতাউর রহমান, ওয়াটারএইড বাংলাদেশের সিনিয়র অফিসার কমিউনিকেশন অরিত্র অঙ্কন মিত্র, অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট সিনিয়র অফিসার রুবাইয়াত হামিদ, প্রোগ্রাম অফিসার সাইফুল করিম ও ওয়াটারএইড বাংলাদেশের অন্যান্য প্রকৌশলীরা।
এ বিষয়ে ড. মোহাম্মদ সোহরাব হোসেন পরিবেশগত টেকসই এর প্রতি সিআরপি’র অঙ্গীকারের প্রসংগ তুলে ধরেন এবং একটি নতুন প্রচেষ্টা হিসাবে রেইন ওয়াটার হার্ভেস্টিং (RWH) এর উদ্ভাবনী প্রকৃতির প্রশংসা করেন। তিনি কোকা-কোলা ফাউন্ডেশন এবং ওয়াটারএইড বাংলাদেশকে তাদের সহযোগিতা এবং এই উদ্যোগে অংশীদার হিসেবে সিআরপি নির্বাচন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা আশাবাদী যে এই ধরনের উদ্যোগ পানি সংরক্ষণে সাহায্য করবে, যা একটি মূল্যবান সম্পদ এবং এইভাবে পানির পুনঃব্যবহার পরিবেশগত মূল্যও যোগ করবে”।
ওয়াটারএইড বাংলাদেশের পার্থ হেফাজ সেখ বিশ্ব পানি সপ্তাহের এই বছরের থিমের উপর আলোকপাত করেন এবং, কীভাবে এই সহযোগিতামূলক প্রয়াসটি এই বছরের থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে তা ব্যাখ্যা করেন। তিনি সিআরপি’র সার্বিক সহযোগিতা ও উৎসাহের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন “আমরা আশাবাদী যে CRP-কে একটি জ্ঞানভিত্তিক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে যা পানি কীভাবে সবচেয়ে দক্ষতার সাথে ব্যবহার করা যায় সে ব্যাপারে একটি জ্ঞানভান্ডার হিসেবে কাজ করবে”।
কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া মেডসবিয়ের্গ বলেন, “নিরাপদ পানীয় ব্যবহারের জন্য টেকসই সুযোগ তৈরিকে কৌশলগত অগ্রাধিকার দিয়ে বিবেচনা করে কোকা-কোলা ফাউন্ডেশন। বাংলাদেশে পানির প্রাপ্যতা উন্নত করতে অংশীজনদের কাজকে সহযোগিতা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
অনুষ্ঠানে সবাই বৃষ্টির পানি পুনরায় ব্যবহারের মাধ্যমে পানি পুনঃসংস্থান ছড়িয়ে দিতে প্রত্যয় ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে ভবিষ্যতে টেকসই ও নিরাপদ পানীয় জল নিশ্চিতে অবদান রাখার ক্ষেত্রে নতুন ধারণা, উপলব্ধি ও সমাধানের উপায় সম্পর্কে জানার সুযোগ পান অংশগ্রহণকারীরা।
Fueling Momentum for Promoting Water Replenishment & WASH Services to Celebrate World Water Week
WaterAid in collaboration with The Coca-Cola Foundation Holds Project Design Dissemination and Knowledge Sharing session
[Dhaka, 23 August 2023] WaterAid Bangladesh organized a dynamic and informative event at the Centre for the Rehabilitation of the Paralysed (CRP) to mark World Water Week with this year’s theme: Seeds of Change: Innovative Solutions for a Water-Wise World and advance the vital cause of Promoting Water Replenishment & WASH Services. During the event WaterAid Bangladesh shared the design and knowledge regarding their recent collaboration with The Coca-Cola Foundation for the project titled, “Promoting Water Replenishment and WASH Services”.
As part of the project WaterAid Bangladesh is implementing climate-resilient rainwater harvesting technology with groundwater replenishment and sustainable water use provision at CRP campus. Through this initiative more than 30,000 people will be benefited directly.
During the event, participants got to know about the innovative water solutions that will be implemented through this project. The knowledge dissemination also acted as a door to understanding the rationale behind the project.
Students of CRP and other professionals alike actively participated, sharing their experiences, research findings, and innovative strategies to address water scarcity. Cutting-edge designs and prototypes aimed at addressing water and sanitation challenges were showcased, demonstrating the power of innovation and technology to drive positive change.
The event’s esteemed guests included Dr Mohammad Sohrab Hossain, Executive Director of CRP, and Partha Hefaz Shaikh, Director, Programmes, and Policy Advocacy from WaterAid Bangladesh. Shah Md. Ataur Rahman, Chief of Administration, CRP, Aritra Ankan Mitra, Senior Officer Communications and Policy Advocacy, Rubayet Hamid, Senior Officer Award Management and Syful Karim, Programme Officer, Engineer from WaterAid Bangladesh also joined the event.
In his opening remarks, Dr. Mohammad Sohrab Hossain highlighted the significance of CRP’s commitment to environmental sustainability and acknowledged the innovative nature of rainwater harvesting (RWH) as a new endeavor for the institute. He expressed his gratitude to The Coca-Cola Foundation and WaterAid Bangladesh for their collaborative efforts and their selection of CRP as a partner in this venture. He said, “we are hopeful that such an initiative will help save water, which is a valuable resource and reusing water will add environmental value as well”.
Partha Hefaz Shaikh from WaterAid Bangladesh shared valuable insights on the World Water Week, elucidating how this collaborative endeavor harmoniously aligns with this year’s overarching theme. He expressed his gratitude to CRP for their invaluable collaboration with WaterAid and said, “we are hopeful CRP will be built as the knowledge management hub for others to learn how water can be used most efficiently”.
“Sustainable access to safe water is a strategic priority for The Coca-Cola Foundation and we are proud to support the work of our implementing partners in improving water access in Bangladesh” said Saadia Madsbjerg, President of The Coca-Cola Foundation.
The event concluded with a renewed sense of determination and commitment to Promoting Water Replenishment through rainwater harvesting. Participants left with fresh perspectives, valuable insights, and a strengthened resolve to contribute to a more sustainable and water secure future.