সাহিত্য ও কবিতা

ইচ্ছে ও কবিতা ।।।। শীতল চট্টোপাধ্যায়

ইচ্ছে ও কবিতা ।।।। শীতল চট্টোপাধ্যায়


মানুষ থেকে অমানুষ হওয়ার ইচ্ছে ভুলিয়েছে
মায়ের মতো সৎ স্নেহের কবিতা ।
অহিংস থেকে হিংসুটে হওয়ার ইচ্ছে
হারিয়ে দিয়েছে শিক্ষকের মতো কবিতা ।
পরের উপকার না ক’রে ক্ষতি করার ইচ্ছে
নির্মূল করেছে কবিতার ভালোবাসা ।
সোজা পথ ছেড়ে
গলির দুর্গন্ধের দিকে পা বাড়ানোর ইচ্ছেকে
ফিরিয়ে দিয়েছে, সুঘ্রাণ হওয়ার কবিতা ।
পরশ্রী কাতরতার রোগ পোষা ইচ্ছেকে
বিলুপ্ত করিয়েছে –
সেবিকার মতো কবিতা ।
জোর ক’রে কেড়ে নেওয়ার ইচ্ছে ,
স্বাভাবিক জীবনকে
অস্বাভাবিক অসুন্দর করার ইচ্ছে
মুছে দিয়েছে একান্তে অন্তরঙ্গের কবিতা ।
অন্ধকার পথে হাঁটার ইচ্ছে ,
পেঁকো পথে ডোবার ইচ্ছে ,
নিজেকে খরচ না ক’রে
অফুরান খরচ করার সঞ্চয়ক হয়ে ওঠার ইচ্ছে ,
অজাগ্রতে ঘুমিয়ে পড়েছে
গেরুয়া বেশী কবিতাসন্ন্যাসিনী দর্শনে ।


জগদ্দল , উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ
ভারতবর্ষ

 



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন