এই আমার নিয়তি ।।। বিপ্লব ঘোষ
এই যে কয়েক যুগ ধরে লিখে চলেছি।বিরামহীন এক যাত্রা । কত জনে কত কী বলে অপমান করে! আমি জানি ,ভাল করেই জানি, এই আমার নিয়তি।লিখে যেতে হবে।আমি অনেকবার ভেবেছি ,এবার বন্ধ করে রাখি।চিরদিনের মতো।
আমি জানি আমার লেখা কেউ পড়বে না আমার মৃত্যুর পর।সব শূন্য হয়ে যাবে।সব জেনে ও লিখি শুধু আমারই জন্যে। না লিখে পারি না যে! অভ্যাসে লিখি। লিখলে ব্যথা ভুলে থাকি মনে হয় ! আবার আঘাত, যন্ত্রণার কথা যখন লিখি তখন কি ব্যথা ভুলি !আমি শোকের এক কাঠমিস্ত্রি ।প্রতিটি শব্দে রক্তক্ষরণ। প্রতিটি আঘাতের খননে তৈরি হয় বেহালা।বেহালা বাজাতে পারব কি না! দিগন্ত ছুঁতে পারব কি না! তবু এই অনিঃশেষ যাত্রা ,যা কখনো নিশ্চিত লক্ষ্যে পৌঁছবে না কোনদিন। যা হয় না,হবে না।সেই নিয়ে ডুবে থাকে মন।
জীবন যে এরকমই কারোর কাছে। আমি কাহাকে বোঝাবো! নদীর মতো এগিয়ে যাওয়া ঢেউয়ের গানে,স্রোতের টানে।