ফিচার্ড মত-মতান্তর

হোসেন আলীর আর দোষ কি?

হোসেন আলীর আর দোষ কি?  ।।।। শিতাংশু গুহ 

ছবি নাকি কথা বলে? এ ছবি কি কিছু বলছে?
না, এটি এক হিন্দু রমণী’র ছবি,
হিন্দুর কথা কে শোনে, দরকারই বা কি?
বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ,
সেখানে হিন্দু অত্যাচারিত হবে,
সেটিই স্বাভাবিক।

মহিলার নাম রাসমণি রাজবংশী,
স্বামী ভবেশ রাজবংশী।
পেশা মাছধরা বা জেলে।
গরিব মানুষ।
ঘটনা মানিকগঞ্জের সাটুরিয়ার।
তাদের সাড়ে ৭শতাংশ জমির অর্ধেকটা জবর দখল করে নিয়েছেন প্রতিবেশী হোসেন আলী।
শুধু তাই নয়, তিনটি ঘরও তুলেছেন।
হোসেন আলী মুসলমান, ৯০% মুসলমানের দেশের তিনিই মালিক।
হিন্দুর জমি, হিন্দু’র নারী ‘গনিমতের মাল’, নেবেন তো বটেই, দেশে যে এখন পর্যন্ত থাকতে দিচ্ছেন তাইতো বেশি।
এনিয়ে সালিস হয়েছে, চেয়ারম্যান বলেছেন, আরে ভবেশ, জমিটা হোসেন আলীকে লিখে দিলেই তো ল্যাটা চুকে যায়!
কাজীর বিচার বলে কথা।
চেয়ারম্যান আলীনুর বক্স রতন স্বীকার করেছেন যে,
তিনি মানবিক কারণেই ভবেশকে ৩ শতাংশ জমি হোসেন আলীকে লিখে দেয়ার কথা বলেছেন।
এ রকম ‘মহান হৃদয়’ চেয়ারম্যানের সংখ্যা বাংলাদেশে অগুনিত।
না, ভবেশদের পক্ষে কেউ নেই, তিনি একে হিন্দু, তায় আবার দরিদ্র।
প্রশাসন মুসলমানের পক্ষে, হাজার হলেও তো ভাই।
যেদেশে সরকার ‘অর্পিত (শত্রু) সম্পত্তি’র নামে ২৭লক্ষ একর জমি (বাস্তবে আরো বেশি) হিন্দুর কাছ থেকে কেড়ে নিয়েছেন, সেদেশে হোসেন আলীর আর দোষ কি?


নিউইয়র্ক। ৫ই ফেব্রুয়ারি ২০২৪।

 

 

সংবাদটি শেয়ার করুন