দেবো ||||| শীতল চট্টোপাধ্যায়
মেঘ তোমাকে বৃষ্টি দেবো
আমাকে দিও ধান,
গাছ তোমাকে শিকড় দেবো
আমাকে দিও প্রাণ ।
পাখি তোমাকে পালক দেবো
আমাকে দিও ডানা,
ডানায় উড়ে অজানাকে
নতুন হবে জানা ।
শূন্য তোমাকে আকাশ দেবো
আমাকে দিও নীল,
তুমি এবং মনের আকাশ
মুক্ত হওয়া মিল ।
বাঁশি তোমাকে শব্দ দেবো
আমাকে দিও সুর,
সুর বিলিয়ে সুরের দেশে
যেতে অনেক দূর ।
গাছ তোমাকে সবুজ দেবো
আমাকে দিও ফুল,
ফুলের গন্ধে জীবন বৃন্তে
ফুটবে না যে ভুল ।
ঘর তোমাকে জানলা দেবো
আমাকে দিও পাখি ,
বাইরে থেকে করবে এসে
আমায় ডাকাডাকি ।
নদী তোমাকে পানসি দেবো
আমাকে দিও ভাসা,
রূপকথাপুর পৌঁছে যেতে
জুড়বো বুকে আশা ।
ভূতল তোমাকে সরণি দেবো
আমাকে দিও হাঁটা,
গড়ব সাঁকো পথ যেখানে
ভাঙায় এবং কাটা ।
দেহ তোমাকে গেরুয়া দেবো
আমাকে দিও গতি,
গতির পায়ে চলবো খুঁজে
বাউল আলো জ্যোতি ।
মাঠ তোমাকে মাটিও দেবো
আমাকে দিও ঘাস,
জীবনটাকে যে করে দেয়
সবুজ বারোমাস ।
মন তোমাকে জীবন দেবো
আমাকে দিও বুক,
বুকের মধ্যে আমি, আমার
নানা রঙের মুখ ।
ঠিকানা – জগদ্দল,উত্তর২৪পরগণা
পশ্চিমবঙ্গ ,ভারতবর্ষ