দেশের সংবাদ

করোনার উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

সাংবাদিকের মৃত্যু

 হুমায়ুন কবির খোকন সাংবাদিকের মৃত্যু 

 

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির কিছু সময় পর মারা গেছেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আশঙ্কাজনক অবস্থায় রাত সোয়া ৯টার দিকে হুমায়ুন কবির খোকনকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

হুমায়ুন কবির সাংবাদিকের মৃত্যু কালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার বাড়ি কুমিল্লার মুরাদ নগরে।

এদিকে তার মৃত্যুতে শোক জনিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী । সংবাদিক, কবি হুমায়ুন কবির খোকন-এর মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে আসে। কানাডা-বাংলাদেশ নিউজ এজেন্সি সিবিএনএ এবং দেশদিগন্ত মিডিয়ার পক্ষ থেকে প্রধান নির্বাহী সদেরা সুজন এবং বাংলাদেশ ব্যুরোর পক্ষ থেকে সুমন দাস ও সজীব দেবরায় গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন