মন্ট্রিয়লে আবারও সফল একুশের বইমেলা
টানা তিনদিন ধরে ৭৪ সে.মি. তুষারপাত যখন মন্ট্রিয়লে, পাহাড় সমান সাদা বরফে যখন ঢাকা পুরো শহর, তখনই অনুষ্ঠিত হলো কানাডা একুশে বইমেলা। শুধু অনুষ্ঠিত হলোই না, দারুন সফলভাবেই পর্দা নামলো ত্রয়োদশ আসরের। কানাডা-বাংলাদেশ সলিডারিটি আয়োজিত এবারের বইমেলায় মন্ট্রিয়লের পাশাপাশি অটোয়া, টরন্টো ও নিউইয়র্ক থেকে এসেছিলেন বেশ কিছু বইপ্রেমি। তাঁদের সাথে ছিলো নিজ নিজ প্রকাশনার নিজস্ব স্টল।
মেলায় সঙ্গত কারণেই সাহিত্য প্রেমীদের আনা-গোনা ছিলো যত্রতত্র। এবার বইমেলা অনুষ্ঠিত হয়েছে নতুন ভেন্যু মেরিএ্যান হাইস্কুল মিলনায়তনে। ফ্রী পার্কিং এর আগাম ঘোষণা থাকায় দুপুর নাগাদই বইমেলা প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে বইপ্রেমীদের সরব উপস্থিতিতে। নির্ধারিত সময়ের কিছুটা পরে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও গবেষক সুব্রত কুমার দাস, কবি অপরাহ্ন সুসমিতো, সুজিত কুমার পাল ও মহসিন বখত সহ উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে আসা সাহিত্যিকরা। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে অর্পন করা হয় পুষ্পস্তবক। গুনী লেখক সাহিত্যিকদের সম্মানিত করা হয় উত্তরীয় পরিয়ে। এরপরেই শুরু হয়ে যায় নানা অনুষ্ঠানমালা। শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় মূল অডিটোরিয়ামে গান, কবিতা। উদীচী মন্ট্রিয়লের সাংস্কৃতিক দল সাংস্কৃতিক পর্বের সূচনা করেন। অটোয়া, টরন্টো ও মন্ট্রিয়লের শিল্পীরা পরিবেশন করেন গান, নাচ, আবৃত্তি। সবশেষে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা রবীন্দ্র সঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা।
সফল এই বইমেলার মঞ্চ উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজ স্মরণে। মেলায় প্রতি বছরের মতো এবারও একুশের সম্মাননা পদক প্রদান করা হয়। বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক সুব্রত কুমার দাস পান এবারের এ সম্মাননা। পাশাপাশি সেরা স্টলের পুরস্কার পেয়েছে এনআরবি-বাংলা মেইল মিডিয়া হাউজ। এনআরবি টিভির পরিচালক ও বাংলামেইল নির্বাহী সম্পাদক কাজী আলম বাবু’র হাতে তুলে দেয়া হয় এ পুরষ্কার।
আয়োজক সংগঠন কানাডা-বাংলাদেশ সলিডারিটির সভাপতি জিয়াউল হক জিয়া ও বইমেলার মূল সমন্বয়ক শামসাদ রানা সংগঠনের সকল ভলান্টিয়ার সহ মন্ট্রিয়ল ও বিভিন্ন শহর থেকে আসা অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। বলাবাহুল্য, সৃজনশীল সংগঠন হিসেবে খ্যাত কানাডা-বাংলাদেশ সলিডারিটি ২০১৩ সাল থেকে এ একুশে বইমেলা আয়োজন করে আসছে অত্যন্ত সফলতার সাথে। শুধু তাই নয়, মন্টিয়লের এই বইমেলাটি পুরো উত্তর আমেরিকা জুড়েই একমাত্র একুশে বইমেলা হিসেবে স্বীকৃত।
পুরো বইমেলা ঘিরেই ছিলো সিবিএনএ-এর পদচারণা। কানাডার সনামধন্য বাংলা সংবাদ মাধ্যম সিবিএনএ২৪ডটকমের বিশাল স্টলটি ছিলো দৃষ্টিনন্দন। অর্ধশত তারুণ্যের পরিচালনায় স্টলটি ছিলো দেখার মতো। প্রতিবছরের মতো এবছর প্রকাশিত হয়েছে সিবিএনএ-এর নবম বর্ষপূর্তি সংখ্যা।
সূত্র: বাংলামেইল থেকে আংশিত সংগৃহিত