জামিন প্রশ্নে রুল শুনানি পেছাল চিন্ময় কৃষ্ণদাসের
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন বিষয়ে জারি করা রুলের শুনানি এক সপ্তাহের জন্য পিছিয়েছে।
বুধবার হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত শুনানি এক সপ্তাহ মুলতবি রাখেন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মামলার তদন্ত পরিস্থিতি পর্যালোচনার জন্য সময় চান। চিন্ময়ের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য এ সময়ের আবেদনের বিরোধিতা করে বলেন, “চিন্ময় দাস অসুস্থ। দ্রুত জামিন শুনানি হওয়া প্রয়োজন। তদন্তের অগ্রগতি জানার অজুহাতে সময় চাওয়া গ্রহণযোগ্য নয়।”
হাইকোর্ট এর আগে ৪ ফেব্রুয়ারি ‘চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না’ এই মর্মে রুল জারি করেছিল।
চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত ২ জানুয়ারি তার জামিন আবেদন নামঞ্জুর করলে, ১২ জানুয়ারি হাইকোর্টে জামিনের আবেদন করেন তার আইনজীবী।
২০২৩ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও থানায় বিএনপি নেতা ফিরোজ খানের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়সহ ১৯ জনকে আসামি করা হয়। পরবর্তীতে তিনি গ্রেপ্তার হন।
চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুরের পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় তার অনুসারীদের জড়িত থাকার অভিযোগ ওঠে।
ওই সহিংস ঘটনায় ইতোমধ্যে প্রায় দুই ডজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।চিন্ময়ের জামিন বিষয়ে পরবর্তী শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। -বাংলাদেশ জার্নাল