জাতিসংঘ প্রবাসের সংবাদ ফিচার্ড

বাংলাদেশ চুক্তির পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ

বাংলাদেশ চুক্তির পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: সিএইচটি শান্তিচুক্তি বিষয়ক জাতিসংঘ ফোরামে পুনর্ব্যক্ত
নিউইয়র্ক, ২৩ এপ্রিল ২০২৫ – চট্টগ্রাম হিল ট্র্যাক্টস (পার্বত্য চট্টগ্রাম) বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের (UNPFII) ২৪তম অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন, যা ২১ এপ্রিল থেকে ২ মে ২০২৫ পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে।

সচিব তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের অধিকার সংরক্ষণের নিশ্চয়তা দেয় এবং সরকার পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি চুক্তি বাস্তবায়নের অগ্রগতির কথা তুলে ধরেন এবং উল্লেখ করেন যে, পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা মূলত ১৯০০ সালের চট্টগ্রাম হিল ট্র্যাক্টস রেগুলেশনের আওতায় পরিচালিত হয়।

তিনি আরও বলেন, সরকার এই অঞ্চলে অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, ক্রীড়া ইত্যাদি খাতে উন্নয়নের জন্য নিয়মিত অর্থ বরাদ্দ ও সহায়তা দিয়ে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের স্বতন্ত্র সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনধারা রক্ষা ও উন্নয়নে বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতি তাঁর বক্তব্যে পুনর্ব্যক্ত করা হয়।

‘আদিবাসী জনগণের কর্মকাণ্ড ও বহুপাক্ষিক ও আঞ্চলিক ব্যবস্থায় অংশগ্রহণের অর্থায়ন’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণকালে বাংলাদেশ প্রতিনিধিদল আদিবাসী জনগণের অর্থবহ অংশগ্রহণের প্রয়োজনীয়তা স্বীকার করে। তবে জাতিসংঘের প্রতিষ্ঠিত প্রক্রিয়া ও প্রথা মেনে চলার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলে ভূমি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পার্বত্য ও সমতলের জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন