কানাডার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত
কানাডার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬জন নিহত ১ জনের লাশ উদ্ধার, ৫ জন নিখোঁজ রয়েছেন।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিশ্চিত করেছেন, কানাডার সশস্ত্র বাহিনী (সিএএফ) এর একটি প্রশিক্ষণ অনুশীলনের সময় গ্রিসের উপকূলে বিধ্বস্ত হওয়া একটি সামরিক হেলিকপ্টারটিতে ছয় সদস্য ছিল।
অটোয়ায় এক প্রেস ব্রিফিংয়ের সময় ট্রুডো বলেছেন অপারেশনের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হ্যালিফ্যাক্স-শ্রেণির ফ্রিগেট এইচএমসিএস ফ্রেডেরিক্টনে বোর্ডে মোতায়েন করা হয়েছিল।
ট্রুডু জানিয়েছেন, একজনকে মৃত উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছে।
দুর্ঘটনায় নিহত
ট্রুডো বলেছেন, “এরা সবাই হিরো। “তাদের প্রত্যেকের শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। সমস্ত কানাডিয়ানের পক্ষে আমি তাদের পরিবার, তাদের বন্ধু, তাদের শিপমেট এবং তাদের সহকর্মী সিএএফ সদস্যদের প্রতি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সিএএফ বৃহস্পতিবার জানিয়েছে যে দুর্ঘটনায় জড়িতদের পরিবারের সকল প্রাথমিক সদস্যের সাথে যোগাযোগ করা হয়েছে।
একাধিক ন্যাটো দেশ আয়োনিয়ান সাগরে বেঁচে যাওয়া লোকদের প্রত্যাশায় চলমান অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার কারণ এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন