কানাডার সংবাদ ফিচার্ড

ড. শোয়েব সাঈদের বই  “প্রাচ্য-প্রতীচীর কোভিডকাল” এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ড. শোয়েব সাঈদের বই  “প্রাচ্য-প্রতীচীর কোভিডকাল” এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ড. শোয়েব সাঈদের বই  “প্রাচ্য-প্রতীচীর কোভিডকাল” এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মন্ট্রিয়লের পার্ক ভিউ রিসেপশন হলে গত ৩০শে অক্টোবর, শনিবারে। ড. শোয়েব একজন অণুজীব বিজ্ঞানী  এবং কলামিস্ট  পরিচয়ে পুরো কোভিডসময়ে কোভিড বিষয়ে বাংলাদেশ আর বিদেশের টিভি চ্যানেলগুলোতে, সংবাদ মাধ্যমে সক্রিয় থেকেছি বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে জনস্বার্থে গণসচেতনতা সৃষ্টিতে। বইটিতে কোভিডের  বিভিন্ন জটিল কারিগরি বিষয়বস্তু, পটভূমি, অর্থনৈতিক মানবিক প্রেক্ষিত, বাংলাদেশ এবং বৈশ্বিক ব্যবস্থাপনা নিয়ে সহজবোধ্য বাংলায়  বিশ্লেষণ করা হয়েছে। বইটি  প্রকাশ করেছেন স্বনামধন্য প্রকাশক জনাব মফিদুল হকের সাহিত্য প্রকাশ।

মন্ট্রিয়ল এবং কানাডার বাংলা ভাষাভাষী বিশিষ্ট জনের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য  অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। গেস্ট অব অনার ছিলেন বরেণ্য কবি আসাদ চৌধুরী  আর কানাডায় বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. খলিলুর রহমান। বইটির সার্বিক পর্যালোচনায় ছিলেন  রিসার্চ সায়েন্টিস্ট/ফার্মাসিস্ট ড. হারুনুর রশিদ রাজা। অতিথি  আলোচক ছিলেন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শুভ বসু, মুক্তিযুদ্ধ গবেষক, লেখক তাজুল মোহাম্মদ।

বইটির উপর আলোকপাত করে  বক্তব্য রাখেন জাপানের আইচি গাকুইন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. কুদরতে খোদা, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসাদ রানা, সাইবেরিয়ান ফেডারেল বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক ড. এনএন তরুণ চক্রবর্তী।

বক্তব্য রাখেন ড. ওয়াইজ  আহমেদ, অধ্যাপক কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়,  ড. মাহতাব  চৌধুরী, অধ্যাপক ম্যাকগিল বিশ্ববিদ্যালয়,  যমুনা টিভির সাবেক নির্বাহী মাহবুবুর রহমান ভূঁইয়া এবং এনভারনমেন্ট কানাডা্র বিজ্ঞানী ড. সৈয়দ জাহিদ হোসেন ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মহামান্য রাষ্ট্রপতির এপিএস নাহিদ পারভিন, হেলথ কানাডার ড.   আশিকুর রহমান, লেখক অধ্যাপক বিদ্যুৎ ভৌমিক, কৃষিবিদ কামরুল আহসান, সাংবাদিক দেওয়ান মুনিরুজ্জামান, হাফিজুর রহমান, সংগঠক  জিয়াউল হক জিয়া, খোকন মনিরুউজামান।  সংগঠক হামোম প্রমোদ সিনহা,  সাংবাদিক সদেরা সুজন,  সাংবাদিক শরিফ ইকবাল চৌধুরী, ইঞ্জিনিয়ার দিদার,  কৃষি প্রকৌশলী  আব্দুল আজিজ, কৃষিবিদ সোহেল, লেখক অপরাহ্ন সুস্মিতো প্রমুখ বিশিষ্টজন।

আবৃতিতে ছিলেন মন্ট্রিয়লের বিশিষ্ট আবৃতিকার সঞ্জিব দাস উত্তম, আফাজউদ্দিন তোতন।

সঙ্গীত পরিবেশনায় ছিলেন অণুজীব বিজ্ঞানী আতিয়া আমিন অনি আর কৃষিবিদ ডালিয়া ইয়াসমিন।

উপস্থাপনায় ছিলেন সাংবাদিকতায় স্নাতক বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা সৈয়দা যোহরা শাম্মী আর মনিপুরী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেরাম রিপন।

কবি আসাদ চৌধুরী কোভিড নিয়ে বাংলায় প্রকাশিত বইটির ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত  কোভিড  নিয়ে লেখা অব্যাহত রাখার আহবান জানান।  সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বইটিকে  কোভিড ঘটনা প্রবাহের প্রামান্য দলিল বলে আখ্যায়িত করেন।

গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানের ছবিগুলো দেখতে হলে


 

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন