নিরাপত্তাশঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ। আর এ সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি বলে জানান তিনি। ক্রীড়া উপদেষ্টা আইসিসি থেকে সুবিচারের আশাবাদ ব্যক্ত করেন।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ‘ভারতে নিরাপত্তা শঙ্কা বায়বীয় নয়। আমরা এমন পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলতে যাব না-এ সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনিনি। তবে আমরা আশা করছি আইসিসি আমাদের দাবি মানবে এবং আমাদের শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ আসবে। শুধু তাই নয়, ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না-এটি সরকারি সিদ্ধান্ত।’
আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেছেন তিনি।
সূত্র: মানবজমিন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



