গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আজ করোনায় আক্রান্ত আরও ৬৩৬ জন
আজ শনিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আজ করোনায় আরও ৬৩৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ জন এবং সুস্থ্য হয়েছেন ৩১৩ জন।
এ নিয়ে বাংলাদেশে করোনায় মোট আক্রান্ত ১৩,৭৭০ জন, মোট মৃত্যু ২১৪। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরিক্ষা করা হয়েছে ৫৪৬৫ টি। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয় গত ৮ মার্চ।
এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিশ্বে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সূত্রঃ অনলাইন স্বাস্থ্য বুলেটিন
কুমিল্লায় একই পরিবারের ৭ জনসহ করোনায় আক্রান্ত ১৬
কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের সাত জনসহ ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্য উপজেলার মধ্যে নগরীতে দুই জন,লালমাইতে দুই জন, দেবিদ্বার চার জন ও চৌদ্দগ্রামে এক জন। একই পরিবারের সবাই মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর ৮ নং ওয়ানডের বাসিন্দা। তাদের বয়স যথাক্রমে ৫,৮,১০,১৩,১৬। দুই জন প্রাপ্ত বয়স্কের এক জনের বয়স ৬৫ এবং অন্যজনের ৫৫ বছর।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের দুই ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করে। তাদের রিপোর্ট পজেটিভ আসে। পরে ওই পরিবারের সাত জনেরও রিপোর্টও শনিবার পজেটিভ আসে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল আলম বলেন, ওই বাড়ির মোট ১১ জন সদস্যের মধ্যে নয় জনই আক্রান্ত। তাদের আইসোলেশন নিশ্চিত করে পাশের সবকয়টি বাড়ি ও বাখরনগর-মোচাগড়া রাস্তা লকডাউন করা হয়।
উল্লেখ্য, জেলার ৩ হাজার এক জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ২ হাজার ৭৮৯ জনের। আক্রান্ত হয়েছে ১৫০ জন। ২৪ ঘণ্টায় দুই জনসহ সুস্থ হয়েছেন ২৯ জন। ২৪ ঘণ্টায় এক জনসহ মৃত্যু হয়েছে সাত জনের।
সূত্রঃ বিডি প্রতিদিন
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন