করোনার প্রভাবে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু এরই মাঝে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অনলাইনে ক্লাস পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
আজ বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা মূল্যায়ন সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করে তারা। এরমধ্যে উলেখ্যযোগ্য, ব্যবহারিক ক্লাস পরিস্থিতি স্বাভাবিক হবার পরই নিতে হবে। পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু হবে পহেলা জুলাই থেকে। শিক্ষার্থীদের টিউশন ফি প্রদানে আর্থিক অসুবিধা থাকলে মানসিক চাপ প্রদান না করে মানবিক আচরণ করতে হবে।
৩০শে মে পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ, আদেশ জারি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের স্কুল-কলেজের ছুটির মেয়াদ ৩০শে মে পর্যন্ত নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, রমজান ও ঈদুল ফিতরের ছুটিসহ আগামী ৩০শে মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটির সময়ে শিক্ষার্থীরা নিজেদের ও অন্যদের সুরক্ষার জন্য নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে।এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নিয়মতিভাবে সংসদ টিভি বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠানের শ্রেণিপাঠ গ্রহণ করবে। আর কলেজ পর্যায়ে অধ্যক্ষরা নিজস্ব ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে গত ১৮ই মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
সূত্রঃ মানবজমিন
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন