ছবি সংগৃহীত ইন্টারনেট থেকে
চীনের করোনা ভ্যাকসিন আসছে মন্ট্রিয়লে !
চীনের ক্যানসিনো কোম্পানীর উৎপাদিত করোনা ভ্যাকসিন চীনের পরে কানাডা সরকার মন্ট্রিয়লে ট্রায়াল শুরু করবে অচিরেই।সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হলে কানাডার জন্য উৎপাদনও শুরু হবে ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের ব্যাবস্থাপনায় মন্ট্রিয়লের বায়োটেক কোম্পানিতে।
*কানাডার দ্বিতীয় বৃহত্তম শহর মন্ট্রিয়লই সবচে’ বেশী করোনা ভাইরাসে উপদ্রুত হয়েছে।
গতকাল ১২ মে পর্যন্ত ১৯হাজার ৮শ ৭৮জন আক্রান্ত হয়েছে এবং ২০০৩জন মারা গেছেন করোনার ছোবলে।
*মন্ট্রিয়লে করোনায় আক্রান্তের শতকরা প্রায় ২০ভাগই হেলথ কেয়ার ওয়ার্কার।
* মন্ট্রিয়লে করোনায় মারা যাওয়ার শতকরা ৮৫ ভাগ লোকই বৃদ্ধ নিবাসের বাসিন্দা।
*মন্ট্রিয়লে গতকাল পর্যন্ত করোনায় সবচে বেশী আক্রান্ত হয়েছে ৮০বছরের ঊর্ধ্বের বয়সের মানুষ। সংখ্যা ৫হাজার ৩শ ১১জন।
বিশ থেকে ৪০ বছর বয়সের আক্রান্তের সংখ্যা ১৪১১জন।
* মন্ট্রিয়লে করোনায় শূন্য থেকে ৪বছর বয়সের আক্রান্তের সংখ্যা ১শত ৬৮জন
এবং ১শত ৫৫জন আক্রান্ত হয়েছে ৫ থেকে ১০ বছর বয়স গ্রুপের।
*করোনায় উপদ্রুত শহর মন্ট্রিয়লের কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরীগুলো গত সোমবার থেকে সীমিত আকারে খুলে দেয়া হয়েছে।
* ডে কেয়ার, এলিমেন্টারী স্কুল ও রিটেইল বিজনেসের প্রতিষ্ঠানগুলো আগামী ২৫ মে থেকে খোলার কথা রয়েছে।তবে পরিস্থিতির উন্নতি না হলে তারিখের পরিবর্তন হতে পারে।
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন