সাহিত্য ও কবিতা

চিত্ত দা’র স্মৃতি  |||| বিশ্বজিৎ মানিক

চিত্ত দা’র স্মৃতি  |||| বিশ্বজিৎ মানিক
————————————–

 


পাশের বাড়ির চিত্ত দাদা – নিত্য ভালো লোক
তাঁর মরণে আমি জানাই – হৃদয় ভরা শোক।

জানতে পারি যখন আমি – তাঁর মৃত্যু সংবাদ
শোনা থেকেই শুরু হলো – মনের মাঝে বিষাদ।

শয্যাশায়ী ছিলেন যখন – হয়নি আমার দেখা
ভারাক্রান্ত মনে তাই – শুরু করি লেখা।

পূর্ণ নাম ছিল তাঁর – চিত্ত রঞ্জন দাস
গন্ধর্বপুর গ্রামে ছিল – তাঁদের আদি বাস।

গ্রামের বাড়ি ছেড়ে তাঁরা – চলে যান শহরে
এখন সবাই বাস করেন – পাড়া সৈয়ারপুরে।

বাড়ি ছাড়া দাদার সাথেও – ছিল মোদের প্রীতি
হয়ে গেলো এখন বুঝি – সব কিছুই স্মৃতি।

ধূতি পড়ে ছিল দাদার – নিত্য চলাফেরা
ব্যহারের দিকেও ছিলেন – সবার থেকে সেরা।

কর্মক্ষেত্র ছিল তাঁর – সরকারি কলেজ
সকলেরই মাঝে ছিল – ভালো তাঁর ইমেজ।

দামী কালো ছাতা ছিল – তাঁর নিত্য সঙ্গী
চাল চলন, বেশভূষায় – আভিজাত্যের ভঙ্গি।

পারিবারিক ঐতিহ্যও তাঁর – ছিল  খুব ভালো
ধন বিদ্যায় বাড়ি ছিল – পূর্ণ শশীর আলো।

সামাজিক যোগাযোগ ক্ষেত্রে – থাকতো অবদান
অংশগ্রহণ থাকতো তাঁর – হলে অনুষ্ঠান।

সবার কাছেই ছিল তাঁদের – নিখাঁদ কদর
তিনিও যে করে থাকতেন – যথাযোগ্য আদর।

দাদাদের বাড়িতে ছিল – শত গাছে ফল
জৈষ্ঠ্যমাস এলেই যেতাম – আমরা সকল।

কতো স্বাদের আমের গাছ – বাড়িতে তাঁদের
খাঞ্চা ভরে কেটে তারা – দিতেন আমাদের।

কতো আদর করতেন দাদা – আমাদের সবারে
প্রার্থনা করি তুমি – ভালো থাকো উপরে।

২১/০৫/২০২০ খ্রিস্টাব্দ ।
সংবাদটি শেয়ার করুন