প্রবাসের সংবাদ

গ্রীসে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মাইগ্রেশন পলিসি ও এসাইলাম মন্ত্রণালয়ের অনলাইন সভা অনুষ্ঠিত

 

এথেন্স, ২১ শে মে ২০২০ গ্রীসে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মাইগ্রেশন পলিসি এসাইলাম মন্ত্রণালয়ের অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে।  গ্রীসে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লষ্টি বিষয় নিয়ে গত ২০ মে ২০২০ তারিখে বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিনের সঙ্গে গ্রীসের মাইগ্রেশন পলিসি ও এসাইলাম মন্ত্রণালয়ের সেক্রেটারী জেনারেল পেত্রোক্লস গিওরগিয়াদিসের একটি অনলাইন সভা অনুষ্ঠিত হয়| সভায় গ্রীসে বসবাসরত প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশের সাথে গ্রীসের বন্ধুত্বপূর্ণ  সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন যে, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতেও দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সহযোগিতার সুযোগ রয়েছে। তিনি বলেন যে, গ্রীসে বসবাসরত বাংলাদেশিরা দুই দেশের মধ্যে সেতুবন্ধের কাজ করছে। প্রবাসীরা কৃষি, তৈরি পোশাক, রেস্টুরেন্টের মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করে শুধু বাংলাদেশের অর্থনীতিতেই নয়, একইসাথে গ্রীসের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এবং সেই কারণে তাঁদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে দুই দেশের সরকার একযোগে কাজ করে যেতে পারে। এই প্রসঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসীদের নানা ধরণের সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে তাঁদেরকে বৈধতা দেয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীরা স্থানীয় নিয়ম অনুসরণ করে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।

বৈধ এবং নিয়মিত পথে অভিবাসনের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দৃঢ় অঙ্গিকারের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জসীম উদ্দিন বলেন যে, বৈধ পথে বাংলাদেশ থেকে গ্রীসে কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি হলে অবৈধ পথে কর্মী আসার প্রবণতা হ্রাস পাবে এবং এর ফলে দুই দেশ সমানভাবে উপকৃত হবে। ২০১৮ সালে মানোলাদায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশী শ্রমিকদের বসবাস ও কাজের সুবিধার জন্য স্মার্ট কার্ড প্রদানের সিদ্ধান্তের জন্য তিনি সেক্রেটারি জেনাসরালকে ধন্যবাদ জানান।

সেক্রেটারী জেনারেল জিওরগিয়াদিস অভিবাসন বিষয়ে দূতাবাসের সাথে নিবিড়ভাবে কাজ করে যাওয়ার উপর গুরুত্ব দিয়ে বলেন যে, এই বিষয়ে বাংলাদেশ ও গ্রীসের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার সুযোগ রয়েছে এবং এই লক্ষ্যে তাঁর মন্ত্রণালয় দূতাবাসের সাথে কাজ করে যেতে আগ্রহী। তিনি প্রবাসী বাংলাদেশীদের সমস্যা এবং বৈধ পথে কর্মী আনার বিষয়সহ বাংলাদেশের রাষ্ট্রদূত উত্থাপিত বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা অব্যাহত রাখার উপর জোর দেন।   এই বিষয়ে আরও সুনির্দিষ্ট আলোচনার জন্যে শীঘ্রই দ্বিতীয় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সভায় ডিরেক্টর অব মাইগ্রেশন পলিসি মি. মিখালিস কসমিদিস ও দূতাবাসরে কাউন্সেলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি : গ্রীসে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মাইগ্রেশন পলিসি এসাইলাম মন্ত্রণালয়ের অনলাইন সভা

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন