পাপড়ি মেলা ।।।। বিশ্বজিৎ মানিক
দক্ষিণ শহরতলীর এক – শিশু কিশোর সংগঠন
পাপড়ি মেলা পরিষদ নামে – ইহার গঠন।
এলাকার শতাধিক – ছাত্র যুবক মিলে
প্রগতির পথে তারা – ধরে ডানা মেলে।
উন্নয়ন করতেই হবে – শিশু কিশোরদের
এরাই হলো ভবিষ্যতের – আলো সকলের।
পড়ালেখায় যদি কেহ – অমনোযোগী হয়
এলাকারই দুর্নাম হবে – শুধু পরিবারের নয়।
উৎসাহ যোগাতে তাদের – ঘরে ঘরে গিয়ে
আলোচনায় বসা হয় – সবাইকে নিয়ে।
সবে মিলে একযোগে – করে নির্বাচন
নিয়মতান্ত্রিক হয়ে গেলো – কমিটি গঠন।
লেখক স্বয়ং হলেন এর – প্রতিষ্ঠাতা সভাপতি
লক্ষ্যবস্তু নির্ধারণে – আনা হলো গতি।
সম্পাদক নির্বাচিত – মুক্তাদির হোসেন
প্রতি শুক্রবারেই তিনি – সভা ডেকে বসেন।
কমিটিতে ছিলো আরো – একত্রিশ জন ছেলে
শিশু কিশোর যুবক নিয়ে – সামনের দিকে চলে।
ছাত্র ছাত্রী লক্ষ্য করে – স্থানীয় দু’টি স্কুলের
শিষ্টাচার শিখাতেই হবে – সর্বাগ্রে এদের।
বিভিন্ন জাতীয় দিবসে – অনুষ্ঠান করে
শিশুদের নিয়ে যায় – শহীদ মিনারে।
শহরের স্কুলগুলোও – আসে এখানে
আমাদের ছেলে মেয়ে – চলে সমানে।
শৃঙ্খলা দেখে তাদের – দৃষ্টিভঙ্গি পাল্টায়
মনোযোগী হয় তারা – লেখায় ও পড়ায়।
পড়ালেখার পাশাপাশি – বহুবিধ খেলায়
মনোযোগ কাড়ে তারা – মৌলভীবাজার জেলায়।
জেলা ক্রীড়া সংস্থায় – রেজিষ্ট্রেশনের পরে
দ্বিতীয় বিভাগ ফুটবলে – প্রতিযোগিতা করে।
রুহুল মসলে মিনহাজ হেলাল – ভালো খেলোয়াড়
প্রিয়ভাজন হয় তারা – দর্শক সবার।
ক্রিকেটে, নাটকে ও ফুটে – প্রতিভা এদের
ছেলেগুলো হয়ে ওঠে – গর্ব আমাদের।
কলেজ বিশ্ববিদ্যালয়ে কতো – ছেলেমেয়ে যায়
একদিন ছিলো তারা – পাপড়ি মেলায়।
০৮/০৬/২০২০ খ্রিস্টাব্দ।
সি/এসএস
সর্বশেষ সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন