BSEC holds ‘Stakeholders Meeting’ in Washington, DC to attract US investment
Washington, D.C, 28 July 2021: Bangladesh Securities and Exchange Commission (BSEC) organized a ‘Stakeholders’ Meeting’ in the US capital, Washington, DC, on July 28 to showcase the potentials of Bangladesh capital market and trade and investment opportunities in the country to the US investors. The meeting was a part of BSEC’s ongoing Roadshow titled ‘The Rise of Bengal Tiger: Potentials of Trade and Investment in Bangladesh’ being held in Washington DC, New York, Los Angeles, and San Francisco.
A high-level delegation led by the Adviser for Private Industry and Investment to the Prime Minister Salman Fazlur Rahman, MP, participated in discussion and exchanged views with the stakeholders in a lively interactive session. Senior Secretary of the Finance Division, Abdur Rouf Talukder, Commerce Secretary Tapan Kanti Ghosh, ERD Secretary Fatima Yasmin, Executive Chairman of BIDA Sirajul Islam, BSEC Chairman Professor Shibli Rubayat-Ul-Islam were among others in the discussion panel. Ambassador of Bangladesh to the USA M Shahidul Islam proposed the vote of thanks to delegation members, organizers, and all the participants for successfully holding the meeting.
Adviser Salman F Rahman, in his deliberation, highlighted Bangladesh economy’s strong resilience even during the COVID-19 pandemic while the BSEC Chairman presented the recent developments in Bangladesh’s capital market and economy. The discussants of the meeting also showcased the robust economic growth and investment potentials in Bangladesh. They also welcomed suggestions and recommendations from the participating stakeholders regarding promoting trade and investment in Bangladesh and its facilitation to foreign investors.
The Stakeholders Meeting was attended by the prominent members of Non-Resident Bangladeshis (NRBs), foreign investors, representatives of development partners, and the US federal entities. Bangladesh Embassy in Washington DC, provided necessary assistance to BSEC and the organizers for successful organization of the meeting.
মার্কিন বিনিয়োগ আকর্ষণে ওয়াশিংটন ডিসিতে ‘স্টেকহোল্ডারদের’ সভা অনুষ্ঠিত
ওয়াশিংটন, ডিসি, ২৮ জুলাই ২০২১: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২৮ জুলাই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন বিনিয়োগকারীদের নিকট বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা এবং বাণিজ্য ও বিনিয়োগ সুবিধাসমূহ তুলে ধরার জন্য একটি ‘স্টেকহোল্ডার সভা’ আয়োজন করে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোতে চলমান ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পোটেনশিয়াল অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বিএসইসির রোডশোর একটি অংশ ছিল এই সভা।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আলোচনায় অংশগ্রহণ করেন এবং একটি প্রাণবন্ত মিথস্ক্রিয়াসম্পন্ন অধিবেশনে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন। আলোচক প্যানেলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ইআরডি সচিব মিসেস ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম প্রমুখ। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম বৈঠকটি সফলভাবে অনুষ্ঠিত করার জন্য প্রতিনিধিদলের সদস্যগণ, সংগঠকবৃন্দ এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপদেষ্টা সালমান এফ রহমান আলোচনায় কোভিড-১৯ অতিমারী চলাকালেও বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরেন । সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ও সামগ্রিক অর্থনীতিতে সাম্প্রতিক উন্নয়নের চিত্র উপস্থাপন করেন। আলোচকরা বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন। তারা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে এবং বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য অধিকতর অনুকূল পরিবেশ সৃষ্টিতে সকল স্টেকহোল্ডার ও অংশগ্রহণকারীদের পরামর্শ ও সুপারিশসমূহকে স্বাগত জানান।
স্টেকহোল্ডারদের বৈঠকে অনাবাসিক বাংলাদেশি (এনআরবি) কম্যুনিটির বিশিষ্ট সদস্যগণ, বৈদেশিক বিনিয়োগকারীগণ, উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিগণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য বিএসইসি এবং আয়োজকদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান