People’s Hero বইটির ল্যাটিন আমেরিকান সংস্করন উদ্বোধন সহ নানা আয়োজনে মেক্সিকো সিটিতে ৫১তম মহান বিজয় দিবস উদযাপন
মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায়, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে, নানা আয়োজনে দুই–দিনব্যাপী বাংলাদেশের ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করে।
প্রথম দিন, ১৫ ডিসেম্বর ২০২২ তারিখ সকালে, মেক্সিকো সিটিস্থ Don Benito Juarez Middle School-এর প্রায় ১৭০ জন শিক্ষার্থীর সাথে বাংলাদেশ দূতাবাস ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করে। এ সময় মান্যবর রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের পাশাপাশি এই বিজয় অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্থানীয় শিশুদের নিকট তুলে ধরেন। এছাড়া তিনি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিগত ৫১ বছরে বাংলাদেশের অগ্রগতিসমূহও তুলে ধরেন –যা স্থানীয় শিক্ষার্থীদের বাংলাদেশ সম্পর্কে উৎসাহিত করে তোলে। বিদ্যালয়টির পক্ষ থেকে অধ্যক্ষ জনাব এরিক অসিরিস সানাব্রিয়া সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা মেক্সিকোর জনপ্রিয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি মুক্তিযুদ্ধের উপর তাদের অঙ্কিত একটি চিত্রকর্ম এসময় মান্যবর রাষ্ট্রদূতকে উপহার দেয়।
একই দিন অপরাহ্নে মান্যবর রাষ্ট্রদূত, মেক্সিকো সিটিস্থ মিগেল হিদালগো পৌরসভার সম্মানিত মেয়র মাউরিসিও তাবে-এর উপস্থিতিতে, বাংলাদেশের নারীর ক্ষমতায়ন সম্পর্কিত মেক্সিকোর চিত্রশিল্পী মনসেরাত তেয়ো ইজলাস কতৃক অংকিত একটি দেয়ালচিত্র উন্মোচন করেন-যা স্থানীয় জনসাধারণের কাছে ব্যাপক সমাদৃত হয়। এসময় ভারত, এল সালভাদর, আয়ারল্যান্ড, ইটালি, ফ্রান্স, ইউক্রেন-এর রাষ্ট্রদূতগণ এবং দূতাবাসের অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিন, ১৬ ডিসেম্বর ২০২২ তারিখ সকালে মান্যবর রাষ্ট্রদূত দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের মূর্ছনার সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার শান্তি, দেশের সমৃদ্ধি এবং অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।পরবর্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়। এছাড়া বিজয় দিবসের উপর নির্মিত একটি তথ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে, প্রবাসী বাংলাদেশী এবং দূতাবাস কর্মকর্তাগণ বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। মান্যবর রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল শহিদসহ বীর মুক্তিযোদ্ধা এবং দুই লক্ষ বীরাঙ্গণার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলাদেশের আর্থ–সামাজিক উন্নয়নের বিভিন্ন ইতিবাচক দিক উল্লেখ করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি তুলে ধরতে তিনি উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ জানান। সেইসাথে দূতাবাস কতৃক গৃহীত বিভিন্ন ইতিবাচক পদক্ষেপসমুহও উল্লেখ করেন। এসময় মান্যবর রাষ্ট্রদূত, প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কতৃক প্রকাশিত “People’s Hero” বইটির ল্যাটিন আমেরিকান সংস্করণ উন্মোচন করেন।
পরিশেষে, বাংলাদেশ ও মেক্সিকোর সহকর্মীদের উপস্থাপনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি স্প্যানিশ ভাষায় আবৃত্তি করা হয়। আগতদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার আপ্যায়নের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান