কানাডার সংবাদ

অটোয়ায় ১৭ মার্চকে বঙ্গবন্ধু দিবস ঘোষণা

বঙ্গবন্ধু দিবস

কানাডার রাজধানী অটোয়ায় ২০২০ সালের ১৭ মার্চকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবস ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালির (বিএসিএওভি) আবেদনের পরিপ্রক্ষিতে অটোয়ার মেয়র জিম ওয়াটসন আনুষ্ঠানিকভাবে দিনটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবস হিসেবে ঘোষণা করেছেন।

বিএসিএওভির সভাপতি শাহ বাহাউদ্দিন শিশির  এ তথ্য জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন এবং অটোয়ার মেয়র জিম ওয়াটসনের কাছ থেকে ঘোষণাপত্রের দুটি অনুলিপি গ্রহণ উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ অটোয়া সিটি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই ঘোষণাপত্র বিএসিএওভির পক্ষ থেকে বঙ্গবন্ধু জাদুঘরে পাঠানো হবে।

আরও পড়ুনঃ জামাল খাশোগি হত্যাকাণ্ড : পাঁচ জনের মৃত্যুদণ্ড

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিএসিএওভির পক্ষ থেকে ২০২০ সালের ২৮ মার্চ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + three =