ঠাম্মা দাদু, সঙ্গে আছেন – কতোই রঙে রসে।
আমি কি ছিলাম না তোর – অতি আপনজন?
দেখা হলে, লবন দেব – আমি তোমার পাতে।
আড়ি দিয়ে, থাকবো আমি – তিনটি দিন ও রাত।
বিয়ের সময়, বউ দেবোনা – আমি তোমার ঘরে।
বলবো কথা, ভাঙলে আড়ি – হলে আবার দেখা।
সেজেছো আজ, রঙিন সাজে – ধরছো তুমি ভেক।
হাসছে তারা, আলগা স্রোতে – ভাসছে যেন ভেলা।
মুখের ভিতর, জিব দেখা যায় – ফুকলা দাঁতের ফাঁকে।
বিয়ে শাদির, বছর কয়েক – আছে আরো বাকি।
তোমার সাথে, ঠাম্মারও আজ – হলো কিছু সাজ।
দাঁত নেই তোর, ক্যামনে খাবে – খাবার চিবিয়ে?
আমি আর তোর, কুট্টি পিসি – খাব মজা করে।
জন্মদিনের, খাবার খাবো – তিন জনেতেই মিলে।
তোমার সাথে, নতুন করে – থাকবেনা আর বাদ।
কুট্টি পিসি, বসেই আছে – বাসায় যাবার আশায়।
নইলে ভাড়া, দিয়েই দেবে – মিলে অর্ণি, ঋকে।
এসেই যাবো, আমরা সবাই – তোমরা যদি ডাকো।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন