সাহিত্য ও কবিতা

অর্থী’র জন্মদিন  ||||  বিশ্বজিৎ মানিক


অর্থী’র জন্মদিন  ||||  বিশ্বজিৎ মানিক

অর্থী সোনা, খায়রে মিষ্টি – ঘরে একা বসে

ঠাম্মা দাদু, সঙ্গে আছেন – কতোই রঙে রসে।


জন্মদিনে, করলি নারে – আমায় নিমন্ত্রণ

আমি কি ছিলাম না তোর – অতি আপনজন?


রাগ করেছি, অর্থী সোনা – আমি তোমার সাথে

দেখা হলে, লবন দেব – আমি তোমার পাতে।


তিতে হয়ে, যাবে তোমার – খাবার সকল ভাত

আড়ি দিয়ে, থাকবো আমি – তিনটি দিন ও রাত।


বুঝবে তুমি, তখন ঠ্যালা – কওনি কেন মোরে?

বিয়ের সময়, বউ দেবোনা – আমি তোমার ঘরে।


রাগ করেছি, তোমার সাথে – আমি কিন্তু একা

বলবো কথা, ভাঙলে আড়ি – হলে আবার দেখা।


দেখছি আমি, ছবির মাঝে – কাটছো তুমি কেক

সেজেছো আজ, রঙিন সাজে – ধরছো তুমি ভেক।


পাশে বসেই, ঋক আর অর্ণি – দেখছে তোমার খেলা

হাসছে তারা, আলগা স্রোতে – ভাসছে যেন ভেলা।


দেখছি আমি, দাঁতগুলো তোর – নিয়ে গেছে কাকে

মুখের ভিতর, জিব দেখা যায় – ফুকলা দাঁতের ফাঁকে।


বয়স তোমার, হয়ে গেছে – আটটি বছর নাকি?

বিয়ে শাদির, বছর কয়েক – আছে আরো বাকি।


ঘরখানাকে, সাজিয়ে দিলেন – ঠাম্মা নাকি আজ

তোমার সাথে, ঠাম্মারও আজ – হলো কিছু সাজ।


টেবিল খানা, ভরেই আছে – কতো খাবার দিয়ে

দাঁত নেই তোর, ক্যামনে খাবে – খাবার চিবিয়ে?


দেস না রে তুই, কিছু খাবার – পাঠিয়ে আমার ঘরে

আমি আর তোর, কুট্টি পিসি – খাব মজা করে।


ছোড়দি কে তোর, দেব কিছু – আমরা খাবার কালে

জন্মদিনের, খাবার খাবো – তিন জনেতেই মিলে।


মজা যদি, লাগে কিছু – করবো আশীর্বাদ

তোমার সাথে, নতুন করে – থাকবেনা আর বাদ।


সময় পেলেই, আসবো চলে – তোমার নতুন বাসায়

কুট্টি পিসি, বসেই আছে – বাসায় যাবার আশায়।


গাড়ি ভাড়া, দেবে নাকি – তোমার পকেট থেকে?

নইলে ভাড়া, দিয়েই দেবে – মিলে অর্ণি, ঋকে।


ভালো থাকো, সবাই মিলে – স্ফুর্তি করে থাকো

এসেই যাবো, আমরা সবাই – তোমরা যদি ডাকো।


১২/০৭/২০২০ খ্রিস্টাব্দ।

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন


সংবাদটি শেয়ার করুন