সাহিত্য ও কবিতা

আম বাগানে-বাদুড় পাখি  ।।।। বিশ্বজিৎ মানিক

আম বাগানে-বাদুড় পাখি
-বিশ্বজিৎ মানিক

খোকা বাবুর আম বাগানে – আমের কতো রূপ
বাহিরের দিকে দেখতে ভালো – ভিতরটা বিদ্রুপ।

বাহারি সব গাছের নাম – আছে কতো জানো?
পোকা আছে বেশির ভাগেই – ভালো কোনো কোনো।

কতো সুন্দর আমগুলো তার – বাগানেতে আছে
কাটলে পরে তায় দেখা যায় – পোকায় শুধু নাচে।

বাহির দেখে বুঝবেনা কেউ – ভিতর খারাপ কতো?
পোকা যদি না হতো তায় – হতো মধুর মতো।

পাকার আগে আমগুলো তার – ভালো এবং তাজা
কাঁচা আমের চাটনি, আচার – খেতেই লাগে মজা।

দশটি গাছে, ধরছে নতুন – গোটা দুই চার করে
কাটলে পরেই বুঝা যাবে – কি আছে ভিতরে?

আগের দিনে খাওয়া হতো – আমে দুধে ভাত
স্বাদে গন্ধে ছিল ভালো – ভিন্ন ভিন্ন জাত।

মধু গাছের আমগুলো সব – মধুর  মতোই ছিল
বাকরি, বেলু, ভুতালী আম – ছিল খুবই ভালো।

টেকরই গাছের আমের ছিলো – ছোট ছোট আকার
পুতালি আর কালো আমের – দারুচিনির বাহার।

ছোবড়া গাছের আমের মাঝে – ছোবড়ায় ছিলো ভরা
আমগুলো তার বড়ো হলেও – গাছটি ছিলো ‘ মরা ‘।

পাতলা ধাঁচের বিচি ছিলো – আষাঢ়ি গাছের আমে
স্বাদ ছিলো তার টক যুক্ত – যেমন থাকে জামে।

সূর্য ভক্ত নামেও ছিলো – আরো একটি জাত
গাছটি ছিলো সোজা কিন্তু – দক্ষিণ দিকে কাত।

দেওয়াল নির্মাণ করার কালে – গাছটি হলো কাটা
অর্ধেক দেখায় খোকার অংশে – যখন হলো ‘ বাটা ‘।

খুলখুলি গাছ কাটতেই হলো – গৃহ নির্মাণ কালে
কতো আম যে ধরতো তার – আগাগোড়া’র ডালে।

গাছ বাওয়াতে খোকাবাবু – ছিলো একদম পাকা
বাদুড় গুলো খাওয়ার আগেই – ভরতো পেড়ে ‘ ঝাঁকা ‘।

খোকাবাবুর বয়স এখন – ষাটের কাছাকাছি
বাদুড় গুলো খেয়ে আম – নিচে ফেলে বিচি।

আমগুলো তার কুড়িয়ে নিচ্ছে – আম কুড়ানির দলে
সকাল বিকাল হাটছে শুধু – ঝোপের তলে তলে।

অর্ধশত গাছ আছে তার – আম বাগানের ঝোপে
বাদুড়, পাখি, পোকায় মিলে – খাচ্ছে চুপে চুপে।

০৩/০৬/২০২০ খ্রিস্টাব্দ।

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন