বিশ্ব

‘আপনি নয়, আমাকে তুমি বলুন’ – শেখ হাসিনার সঙ্গে মমতা

মমতাকে-শেখ-হাসিনার-চিঠি, হাসিনার-সঙ্গে-মমতা, মমতাকে-শেখ-হাসিনার-ফোন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতা – ফাইল ছবি
‘আপনি’ সম্বোধন দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবদার করে বলেন, ‘আমাকে আপনি বলবেন না। ইংরেজিতে তো শুধু ইউ। আমাদের বাংলায় আপনি, তুমি দু’টো শব্দই আছে। তুমিটা অনেক আপন। আমাকে তুমিই বলবেন।’
 
শেখ হাসিনা এ কথা শুনে মৃদু হেসে কাছে টেনে নেন মমতাকে। খবর আনন্দবাজারের
গোলাপি বলে ভারত-বাংলাদেশের টেস্টের উদ্বোধনী দিনে ইডেন গার্ডেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর পর থেকে সারাদিনই আন্তরিক আপ্যায়ণে ব্যস্ত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
 
হাসিনা পৌঁছনোর বেশ খানিকক্ষণ আগেই শুক্রবার দুপুরে ইডেনে পৌঁছে যান মমতা। বি সি রায় ক্লাব হাউসের লাউঞ্জে বসেছিলেন বেশ কিছুক্ষণ। তারপরই এসে পৌঁছান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর ছেলে জয় শাহ। সৌরভ গাঙ্গুলি দু’জনের পরিচয় করিয়ে দেওয়ার পরে ঘরোয়া মেজাজে হাসি, মজা, হাল্কা গল্পে বেশ কিছুক্ষণ সময় কাটান মমতা-জয়। খুব সচেতন ভাবেই রাজনীতির কথা এড়িয়ে মমতা খোঁজ নেন অমিত শাহর শরীর-স্বাস্থ্য নিয়ে। ইডেনে চলে আসেন শচিন টেন্ডুলকারও। লাউঞ্জে বেশ খানিকক্ষণ জয়, শচিনদের সঙ্গে জমিয়ে আড্ডা, খোশগল্প চলে মমতার।
পরে শেখ হাসিনা চলে এসেছেন শুনে বি সি রায় ক্লাব হাউসের গেটে চলে যান মমতা। পাশে ছিলেন সৌরভ। শেখ হাসিনার সঙ্গে দেখা হতেই দু’জনে দু’জনের কুশল বিনিময় করেন।
 
এর পরে শেখ হাসিনার সঙ্গে মমতা মাঠে ঢুকতেই শুরু হয় দু’দেশের জাতীয় সঙ্গীত। ভারত-বাংলাদেশ দু’দেশেরই জাতীয় সঙ্গীতে মমতা গলা মেলালেন দেখে শেখ হাসিনা বলেন, ‘‘একই কবি।’’ মমতার প্রত্যুত্তর, ‘‘একই রবি।’’ কথা বলতে বলতেই এর পর শেখ হাসিনাকে নিয়ে মমতা চলে যান ক্লাব হাউসে নিজেদের নির্দিষ্ট আসনে।
সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 2 =