প্রবাসের সংবাদ ফিচার্ড

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন

অনুষ্ঠিত হয়েছে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবেরর বার্ষিক বনভোজন। নিউইয়র্ক সিটির অদূরে লং আইল্যান্ডে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হেকশ্চার স্টেট পার্কে এ উপলক্ষে গণমাধ্যম কর্মী, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অংশ নেয়।

প্রবাস প্রজন্মের উচ্ছ্বাসেও কমতি ছিল না বিভিন্ন প্রতিযোগিতা থাকায়। ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মো. আবুল কাশেমের সমন্বয়ে কার্যকরী কমিটির সকল কর্মকর্তা বনভোজনের অতিথিগণকে স্বাগত জানান।

বিনোদনমূলক খেলাধূলার পরিচালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন অভির নেতৃত্বে অন্য সদস্য-কর্মকর্তারা।

নিউইয়র্কে অন্যতম জনপ্রিয় ‘আব্দুল্লাহ স্যুইঁস এ্যান্ড রেস্টুরেন্ট’ ও সাপ্তাহিক আজকালের সৌজন্যে অনুষ্ঠিত মধ্যাহ্নভোজের পর যুগ্ম সম্পাদক শাহ ফারুক সঙ্গীতানুষ্ঠানের শুভ সূচনা ঘটান। পড়ন্ত বিকেলে গানে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী শাহ মাহবুব, শেফালি সারগাম এবং লাল্টু মিয়া।

সবশেষে ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমানের টিকেট, স্বর্ণালংকার এবং নগদ অর্থ পুরস্কারের র‌্যাফেল ড্র হয়। ১২টি পুরস্কারের অধিকাংশই পেয়েছেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য আলিম খান আকাশ এবং সভাপতি রাশেদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিত্য শাহীন, জলি আহমেদ ও শাহ ফারুক।



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন