Uncategorized

ঈদ উল ফিতর |||| বিশ্বজিৎ  মানিক

ঈদ উল ফিতর |||| বিশ্বজিৎ  মানিক

আজ হলো মুসলমানদের – পবিত্র ঈদ উল ফিতর
ছোট-বড় ভেদাভেদ এদিন – থাকেনা কারো ভিতর।

ঈদ শব্দের অর্থ হলো – আনন্দ  উৎসব
আনন্দের আতিশয্যে এদিন – হয়  কলরব।

রমজান মাসে, রাখেন রোজা – করেন সাধনা
সৃষ্টিকর্তা পূরান যেন – সবার মনোবাসনা।

পানাহার বর্জন করে – থাকেন উপবাস
সিয়াম সাধনা করেন – পুরো রমজান মাস।

ধনীরা সব বিলিয়ে দেন – নানান উপাচার
গরীবেরা যেন করেন – তা দিয়ে ইফতার।

দান খয়রাত এর পূণ্যফল – আছে সবার জানা
ধর্ম শাস্ত্রের কঠোর নিয়ম – তাইতো হয় মানা।

রমজানের এক মাস – সিয়াম সাধনার পরে
ঈদ আনন্দের বন্যা বয় – সবার ঘরে ঘরে।

শাওয়াল মাসের প্রথম দিন – আসে খুশীর ঈদ
পিঠা পুলি তৈরি হয় – আরো খাদ্য নানাবিধ।

ঈদ উল ফিতরের আছে – ত্যাগের মহিমা
অন্তরে বাহিরে কারো – থাকেনা গরিমা।

সকাল বেলা সকলেই – ঈদগাহে তে যায়
ধনী গরীব মিলে করে – ঈদের নামাজ আদায়।

শিশু বৃদ্ধ সবাই মিলে – ময়দানে তে গিয়ে
ঈদের নামাজ আদায় করে – সারিবদ্ধ হয়ে।

নামাজ শেষে বাড়ি এসে – পাড়ায় পাড়ায় বেড়ায়
পুলি, পিঠা, সন্দেশ, সেমাই – বসে বসে খায়।

কোলাকুলি করে সবাই – একে অন্যের সাথে
প্রেম প্রীতি, ভালোবাসা – থাকে সবার যা’তে।

আনন্দের অংশীদার – অমুসলিমরা ও হয়
সমাজবদ্ধ আছে সবাই – ভিন্ন কিন্তু নয়।

আমন্ত্রণ হয় তাদের – নামাজের পরে
অনেকেই মিলে তাই – যায় তাদের ঘরে।

পিঠা সেমাই সবই খায় – যার যা মনে ধরে
শুভেচ্ছা জানিয়ে তাদের – আসে ঘরে ফিরে।

সহমর্মি আছে সবাই – একের সাথে অন্য
শৃঙ্খলা, সহানুভূতি বজায় – আছে  এরই জন্য।

পরিশেষে লেখক যিনি – জানান অভিনন্দন
থাকে যেন ভালোবাসা – চির দৃষ্টিনন্দন।

২৫/০৫/২০২০ খ্রিস্টাব্দ।

 


সংবাদটি শেয়ার করুন