উপকূলীয় অঞ্চলে নিরাপদ খাবার পানি সরবরাহ কার্যক্রম সম্প্রসারণ করছে ‘প্রবাহ’ নিরাপদ খাবার পানি নিশ্চিতকরণে গৃহীত ‘প্রবাহ’ উদ্যোগের ১৪ বছর উদযাপন
[ঢাকা, ২১ মার্চ ২০২৩] এ বছরের বিশ্ব পানি দিবসের মূল প্রতিপাদ্য হলো, পানি ও স্যানিটেশন সংকট সমাধানের জন্য পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্নিতকরণ। অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান প্রেক্ষাপটে এই সংকট মোকাবেলায় একটি টেকসই সমাধান অত্যন্ত প্রয়োজনীয়, কারণ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে। আমাদের বাংলাদেশ’ও এই সংকটের বাইরে নয়। দেশের নানান অঞ্চলে আর্সেনিক দূষণ এবং পানিতে উচ্চ মাত্রার লবণাক্ততা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে।
এই সংকট নিরসনে বেসরকারি খাতের উদ্যোগে ২০০৯ সালে ‘প্রবাহ’নামক একটি প্রকল্প গ্রহণ করা হয়। বিশেষত আর্সেনিক-প্রবণ অঞ্চলে পানির সংকট মোকাবিলায় সরকারকে সহায়তা করার উদ্যেশ্যে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়। আজ বিশ্ব পানি দিবসে ‘প্রবাহ’উদ্যোগের ১৪ বছর পূর্ণ হলো। লবণাক্ততাপ্রবণ উপকূলীয় অঞ্চলে এই উদ্যোগের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় জনস্বাস্থ্য ও জীবনযাত্রার উন্নতিতে অবদান রাখার প্রত্যয় নিয়ে আজ বিশ্ব পানি দিবস উদযাপন করছে ‘প্রবাহ’।
এখন পর্যন্ত এই উদ্যোগের আওতায়, দেশের ২২টি জেলায় ১১৭টি পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যার সাহায্যে প্রতিদিন ৫ লক্ষ ৮০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করে প্রায় ২ লক্ষ ৮৩ হাজার মানুষের পানির চাহিদা মেটানো হচ্ছে। সম্প্রতি, এই উদ্যোগের মাধ্যমে দেশের লবণাক্ততা-প্রবণ উপকূলীয় অঞ্চল বিশেষত সাতক্ষীরায় বসবাসকারী মানুষের জন্য নিরাপদ পানির বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে।
রিভার্স অসমোসিস প্রযুক্তি ব্যবহার করে ‘প্রবাহ’ প্রকল্পের আওতায় আশাশুনি, শ্যামনগর এবং নলতা উপজেলায় নতুন চারটি পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে এই এলাকার প্রায় ১০ হাজার মানুষ নিরাপদ খাবার পানি পাচ্ছে এবং জলবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকছে।
সাতক্ষীরার শ্যামনগরের অধিবাসী শফিকুল ইসলাম ‘প্রবাহ’উদ্যোগ সম্পর্কে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমাদের এলাকায় নিরাপদ খাবার পানির তীব্র সংকট আছে। তাই আমরা পুকুরের পানি ব্যবহার করতাম, যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু যখন থেকে প্রবাহ’র মাধ্যমে নিরাপদ খাবার পানি সরবরাহ করা শুরু করেছে, আমাদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কারণ আমাদের চিকিৎসা ব্যয় অনেকাংশে কমে গেছে।’
প্রবাহ’টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করতে পেরে গর্বিত। এই উদ্যোগ এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) এর পাশাপাশি এসডিজি-৬ (সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন) এবং এসডিজি-১০ (অসমতার হ্রাস) অর্জনে সরকারকে সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া, ‘প্রবাহ’ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এগিয়ে চলায় বিশ্বাস করে। ইতোমধ্যে, রাজশাহী সিটি কর্পোরেশন, বর্ডার গার্ড বাংলাদেশ এবং অন্যান্য সংস্থার সাথে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে সাধারণ মানুষের নিরাপদ খাবার পানির চাহিদা পূরণ করে চলেছে।
গৌরবান্বিত এই ১৪ বছরের সফল পথচলা প্রবাহ’কে অনুপ্রেরণা দেয় নিরাপদ আগামী নিশ্চিতকরণে দৃঢ় পায়ে এগিয়ে যাওয়ার।
Probaho expanding safe drinking water supply in the coastal belt
Celebrating 14 years of legacy of providing safe drinking water
[Dhaka, 21 March 2023] The focus of this year’s World Water Day is on accelerating the necessary changes to solve the global water and sanitation crisis. The urgency for swift action towards a sustainable solution has become more pressing than ever, as billions of people around the world still lack access to safe water. Bangladesh is no exception to this challenge, with many regions facing major health risks due to arsenic contamination and high levels of salinity in drinking water.
Probaho, a private sector-driven safe drinking water initiative, has taken on this challenge and started its journey in 2009 to support the government in mitigating the country’s water-related issues, especially in the arsenic-prone zones. As Probaho celebrates its 14th anniversary on the World Water Day, it aims to expand its coverage in the coastal belt to mitigate the water crisis escalated by climate change, while contributing to improving public health and livelihoods in the affected areas.
Probaho has installed 117 water filtration plants across 22 districts till date, providing approximately 580,000 liters of clean water to around 283,000 people every day. The project has also made significant strides in providing safe drinking water to people residing in salinity-prone areas of Satkhira, an area that is unfortunately susceptible to natural disasters.
The project has progressed from basic filtration technology to a more advanced reverse osmosis technology, and has recently installed four purification plants in Asashuni, Shyamnagar, and Nalta upazilas with great success. As a result, over 10,000 people now have access to clean drinking water, thereby protecting families in these areas from water-borne diseases. Probaho, on its 14th anniversary, endeavors to extend the availability of purified water to more people in the southern region where salinity and scarcity of clean water are persistent issues.
One of the beneficiaries of Probaho’s efforts, Mr. Shafiqul Islam from Shyamnagar in Satkhira, shared, “There is a severe crisis of safe drinking water in our area. So, we used to drink pond water, which took a heavy toll on our health. But ever since Probaho started supplying pure drinking water, our lives have changed significantly as our medical expense has decreased to a great extent.”
Probaho takes pride in supporting the Bangladesh government’s effort to achieve Sustainable Development Goals. In addition to supporting SDG #6 (Clean Water & Sanitation), it also supports SDGs #3 (Good Health & Well-being) and #10 (Reduced Inequalities). It also has a few successful public-private partnerships, working with Rajshahi City Corporation, Border Guard Bangladesh in St. Martin’s Island, and other organizations.
Probaho’s prolific legacy of 14 years provides the inspiration and platform to move forward with pride and purpose, ensuring a safer today and tomorrow for all.