দেশের সংবাদ সাহিত্য ও কবিতা

একগুচ্ছ কবিতা ।।।। আব্দুস সাত্তার বিশ্বাস

একগুচ্ছ কবিতা ।।।। আব্দুস সাত্তার বিশ্বাস


বসন্ত উৎসব

আজ বসন্ত উৎসব
আজ আমরা রাজা হব
আজ আমাদের রাজা হবার দিন

রাজ মুকুট আমাদের চাইনা
রাজ মুকুট, রাজত্ব ছাড়াই আমরা রাজা হব

জীবনে দারিদ্র্য আছে থাক
সংসারে অনটন আছে থাক
বছরে একটা মাত্র দিন তো

আজ আমরা রাজা হব
আজ আমাদের রাজা হবার দিন
————-

পার্থক্য

তোমরাও মানুষ কবিরাও মানুষ
তোমাদের সঙ্গে কবিদের পার্থক্য আছে
তোমরা মানুষের ধন আত্মসাৎ করে কীভাবে ফ্ল‍্যাট নির্মাণ করা যায় সেই চিন্তা করো
মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে কীভাবে তাকে দুর্বল করা যায় সেই চিন্তা করো
সিঁড়ি বেয়ে উপরে ওঠা লোকটিকে কীভাবে নীচে নামিয়ে সাপের মুখে ফেলা যায় সেই চিন্তা করো
তোমাদের এটা জগত এবং খুবই ছোট জগত
কিন্তু কবিদের জগত দেখেছ? দেখোনি
কবিরা সীমাহীন জগতের মানুষ।
কোথায় তোমরা! কোথায় কবিরা!
—————–

আমি কী চাই না আর কী চা

আমি যুদ্ধ চাই না
শান্তি চাই

আমি হিংসা চাই না
ভালোবাসা চাই

আমি মরতে চাই না
বাঁচতে চাই

আমি ধ্বংস চাই না
সৃষ্টি চাই

আমি কাঁদতে চাই না
হাসতে চাই

আমি বিচ্ছিন্নতা চাই না
ঐক্য চাই

আমি শত্রুতা চাই না
বন্ধুতা চাই

আমি ধর্ম চাই না
মানবতা চাই

আমি রক্ত চাই না
পানীয় চাই

এসো না
হাত ধরে দাঁড়াই।
———–

আর মাত্র তিরিশটি বছর

মরণ, আমাকে তুমি এখুনি নিও না
আর মাত্র তিরিশটি বছর আমাকে থাকতে দাও
তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি

আমি জানি, আমার জীবন যন্ত্রণা গুলো তাতে আরও বাড়বে
আমার শ্রম ও কষ্টও বাড়বে এবং ঘাম ঝরবে প্রচুর

সব কিছু জেনে শুনে তবু আমি থাকতে চাই কেন জানো,
আমার ছোট ছোট তনয়ারা বড় হবে
আমি তাদের বড় হওয়াটা তাকিয়ে দেখব

এটাই আমার পরম সুখ, এটাই আমার চাওয়া…
———–

মিস করব খুব মনে মনে

প্রতিদিনের অভ‍্যাস মতো সেদিনও রাতে  আমি বসে বাজাচ্ছিলাম বাঁশি
আমার বাড়ির পিছনের আমবাগানে…

অনেকেই আমার বাঁশির সুর শুনেছিল সেদিন
আমার বাঁশির সুরের মূর্ছনায় আকাশের চাঁদ নীচে নেমে এসেছিল ধরা দেবে বলে
তুমিও এসেছিলে আমার কাছে

আমার সব সুর থেমে গিয়েছিল
আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, এ কী, তুমি! এত রাতে!

তুমি হাসতে হাসতে কী বলেছিলে মনে আছে,
আমাকে তুমি ভালোবাসো, তুমি এসেছ তারই টানে…

এ বসন্তে তুমি আসবে তো
সেদিনের মতো কাছে বসবে তো
আমি মিস করব খুব মনে মনে…
————-
মুর্শিদাবাদ। ভারত

 





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন