নতুন করোনাভাইরাস সংক্রমণ রোধে কানাডার সতর্কতা
নতুন করোনার মহামারীর সংক্রমণ নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় চলছে।
কোভিড ১৯-এ যে ধরনের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, তার চেয়ে নতুন ধরনের এই করোনাভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নতুন এই ভাইরাসের সংক্রমণ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য কানাডা বেশ সতর্ক রয়েছে।
ইতিমধ্যে ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম।
তিনি বলেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন যে ধরন নিয়ে বিশ্বব্যাপী আলোচনা চলছে, কানাডায় এখনও তার সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করেছি, যা এ দেশে আসার সম্ভাবনা কমাতে সহায়তা করছে।
এদিকে ব্রিটেনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে একটি নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক, কানাডাসহ বিশ্বের অন্তত ৪০ দেশ এ পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।
ভারতও যুক্তরাজ্য থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
উল্লেখ্য, কানাডায় এ বছরের মার্চ মাসে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ব্রিটিশ কলম্বিয়ায়। ভাইরাসটি শনাক্ত হওয়ার পর থেকেই দেশটির সরকার নাগরিকদের জনস্বাস্থ্যের গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করে।
করোনাভাইরাস প্রতিরোধে দেশটির সরকারের নানামুখী পদক্ষেপ ইতিমধ্যে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৩৫৪ জন, মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৫৯৬ এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৪৫২ জন।
সূত্রঃ দৈনিক যুগান্তর
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন