ক্যানাডার কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল এবং ব্লক ক্যুইবেকোয়া নেতা ব্ল্যানচেট উভয়েই করোনায় আক্রান্ত
কানাডার অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতারা করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। ক্যানাডায় কনজারভেটিভ পার্টির নেতা ও ক্যানাডার পার্লামেন্টে বিরোধী দলের নেতা এরিন ও’টুল (Erin O’Toole ) এর করোনাভাইরাস (COVID-19) পরীক্ষার পর পজিটিভ রেজাল্ট এসেছে গতকাল শুক্রবার। এরিন ও’টুল এবং তার পরিবারের সদস্যরা কোভিড পরীক্ষা করিয়েছেন গত বৃহস্পতিবার ।এখানে উল্লখ্য যে , ইরিন ও’টুল মাএ গত তিন সপ্তাহ আগে আগষ্ট মাসে ৫৭% ভোট পেয়ে কানাডায় কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন এবং কনজারভেটিভ পার্টির সাবেক নেতা এন্ড্রু শিয়ারের স্হলাভিসিক্ত হলেন ।
এরিন ও’টুলের অফিসের এক বিবৃতিতে বলা হয়, কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুলের স্ত্রী এবং সন্তানেরা (COVID-19)এর যে টেস্ট করেছিল এবং তাদের কোভিড-১৯ টেষ্টে নিগেটিভ হয়েছে । এমন পরিস্হিতিতে কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুলকে স্ব-বিচ্ছিন্নতায় (Self isolation) থাকতে হবে কিছুদিন। এ ব্যাপারে এরিন ও’টুল (Erin O’Toole বলেন যে, তিনি “ভাল বোধ করছেন এবং তিনি খুব স্বস্তি পেয়েছেন যে তার স্ত্রী এবং সন্তানেরা কোভিড পরীক্ষার পর তাদের নেতিবাচক (Negative) খবর হয়েছে ।
অফিসিয়াল বিরোধীদলীয় নেতা এরিন ও’টুল এর অফিসের এক স্টাফ সদস্যের করোনা পজিটিভ হওয়ার পরেই বুধবার থেকেই এরিন ও’টুল স্ব-বিচ্ছিন্ন হয়ে থেকেছেন এবং শুক্রবার তার নিজেরও করোনা পরীক্ষা পজিটিভ হয়। এরিনও’টুল দ্বিতীয় ফেডারেল বিরোধী দলের নেতা যার শুক্রবারে করোনা পরীক্ষায় পজিটিভ হয়। এর আগে ব্লক ক্যুইবেকো নেতা ইযভেস-ফ্রানসোয়া ব্ল্যানচেট (Yves-François Blanchet ) এর করোনা পরীক্ষার পজিটিভ রেজাল্ট হয়েছিল । ইযভেস-ফ্রানসোয়া ব্ল্যানচেট এর স্ত্রী ন্যান্সি ডাজিলেরও করোনা পরীক্ষায় পজিটিভ হয়। দলের পক্ষ থেকে একটি নোটিশে বলা হয়েছে যে ইযভেস-ফ্রানসোয়া ব্ল্যানচেট “পুরোপুরি ভাল”আছেন তবে তারা ক্যুইবেকের জনস্বাস্থ্যের নির্দেশনা অনুসরণ করবেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত শাউনিগানে তাঁর বাসভবনে স্ব বিচ্ছিন্ন থাকবেন।
ক্যানাডায় কনজারভেটিভ পার্টির নেতা ও পার্লামেন্টে বিরোধী দলের নেতা এরিন ও’টুল (Erin O’Toole ) এর করোনাভাইরাস (COVID-19) পরীক্ষায় পজিটিভ ঘোষণার অল্প সময়ের মধ্যেই ক্যুইবেক প্রিমিয়ার ফ্রান্সোয়া লেগু (Francois Legault )টুইটারে বলেছেন যে তিনি নিজেও সতর্কতার জন্য স্ব-বিচ্ছিন্ন ( Self -isolation) এ থাকবেন কারণ গত সোমবার করোনায় আক্রান্ত বিরোধী দলের নেতা এরিনও’টুলের সাথে ক্যুইবেক প্রিমিয়ার ফ্রান্সোয়া লেগু অটোয়ায় সাক্ষাৎ করেছিলেন ।
বিশেষভাবে উল্লেখ্য যে, কোভিড ১৯ এর শুরুতেই বলতে গেলে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি ট্রুডোও করোনায় আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন।
সূত্র : CTV ও CBC news ১৯ সেপ্টেম্বর 2920
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন