( যে কবিতা দ্বিতীয় সম্পাদকের পছন্দ হয়নি সেটা দিলাম তৃতীয় সম্পাদককে)
( একদিন পরেই)
তৃ স– এবার দারুণ হয়েছে। নমস্কার। ভাল থাকবেন ।
চতুর্থ সম্পাদক– বুঝতেই পারছেন কেন ফোন করেছি । এবার এক গুচ্ছ কবিতা দেবেন।
আমি– বেশ, দু-তিনদিন পরে দিচ্ছি।
( পাঁচদিন পর)
চ স — একটা গন্ডগোল হয়ে গেছে। মনে কিছু করবেন না। মেইলে খুঁজে পাচ্ছি না আপনার লেখা। যদি….
আমি — আমার কাছে তো নেই। নদীর পাড়ে বসে লিখে পাঠিয়েছি। মনে হয় নদীতেই ভেসে গেছে।
( যারা পত্রিকা চালান তারা আমার সবাই নমস্য। কারুকে আঘাত দেবার জন্য এই লেখা নয় । শুধু বলার ,কবিতা যেদিন কবি বুঝে যাবেন সেদিন তিনি আর কবিতা লিখবেন না।তবু তিনি লেখেন ” অমরত্ব” লাভের ইচ্ছায়। কাব্য সৃষ্টির অনুপ্রেরণায় । আর কবিতা কি হলো অর নাই হলো সেই হিসেব মহাকাল বলবে)
মুখ দিয়ে লিখে জিপিএ-৪.৫৮ পেয়েছে প্রতিবন্ধী উজ্জ্বল রংপুরের বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধী জুবায়ের হোসেন উজ্জ্বল মুখ দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। সে মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫৮ পেয়েছে। উজ্জ্বলের বাবা জাহিদ সারোয়ার জানান, এসএসসি পরীক্ষা পাস করার পর উজ্জ্বলকে বালারহাট কলেজে ভর্তি করি। বাড়ি থেকে দুই […]
ফ্রান্সে তুষারধসে নিহত ৪ ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের মন্ট ব্ল্যাঙ্কের কাছে তুষার ধসে চারজনের মৃত্যু ও দুইজন নিখোঁজ রয়েছেন। রোববার তুষারধসে এ হতাহতের ঘটনা বলে জানায় দেশটির কর্মকর্তারা। দেশটির হাউট-সাভোই বিভাগের সংশ্লিষ্ট দপ্তর জানায়, নিহতদের মধ্যে দুজন পর্বত গাইড রয়েছে। আর্মানসেট হিমবাহে তুষারধসে তারা প্রাণ হারায়। আল্পস পর্বতমালায় এখনো নিখোঁজ দুই ব্যক্তির উদ্ধার অভিযানে সাহায্য করতে সেখানে […]