দেশের সংবাদ ফিচার্ড

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন : দৃষ্টিসীমা পেরিয়ে শুধু মানুষ আর মানুষ

khaleda-zia-r-janaja

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার নামাজে জানাজা পড়েন লাখ লাখ জনতা।

বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

সাবেক এই প্রধানমন্ত্রীর নামাজে জানাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন রাষ্ট্র থেকে আগত অতিথি, রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কে। দেশের আপসহীন এ নেত্রীকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছেন তারা। যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। তার এ অনন্তকালের যাত্রায় শেষসঙ্গী হচ্ছে লাখ লাখ মানুষের ভালোবাসা।

যে দেশকে তিনি নিজের ঠিকানা মনে করেছেন, দেশের মানুষের জন্য দীর্ঘ লড়াই লড়েছেন সেই লাখ লাখ মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও চোখের পানি নিয়ে শেষ বিদায় নিচ্ছেন। ইতোমধ্যেই শেষ হয়েছে খালেদা জিয়ার জানাজা।

মানুষের এই জনস্রোতে স্পষ্ট খালেদা জিয়ার প্রতি মানুষের সমর্থন, ভালোবাসা। জানাজাস্থলে উপস্থিত দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আবেগে ভাসছেন, কেউ কেউ আবার ঢুকরে কাঁদছেন, কাউকে স্বান্তনা দেওয়ার ভাষা নেই।

গণতন্ত্রের জন্য জীবনের শেষদিন পর্যন্ত লড়াই করেছেন তিনি। এজন্য তিনি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন।

সারাদেশ থেকে ছুটে এসেছে মানুষ। বাংলাদেশের নেতা খালেদা জিয়াকে বিদায় জানাতে।

স্বয়ং প্রকৃতিও খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছে। গেলো কয়েকদিনের কনকনে ঠান্ডা দূর করে মিষ্টি রোদ উঠেছে নগরীতে, তাতে কিছুটা স্বস্তি পাচ্ছে আগত জনতা। দুপুর দেড়টার দিকে দেখা গেছে, সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কজুড়ে মানুষের ঢল। এই স্রোত পৌঁছে গেছে ফার্মগেটেও।

সূত্র: মানবজমিন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন