ফিচার্ড সাহিত্য ও কবিতা

গুচ্ছ কবিতা ।।।  বিচিত্র কুমার

গুচ্ছ কবিতা ।।।  বিচিত্র কুমার


 ০১) ছুটন্ত মহাপৃথিবী
একটা পাখির পিছে ছুটতে ছুটতে
আজ আমি বড্ড ক্লান্ত-
হয়তো বা সে কোন ফুলপরী কিংবা রমনী;
যাকে আমি হৃদয়মাঝে আটকিয়ে রাখতে পারি নি।
কচু পাতায় যেমন অশ্রু বেশি ক্ষন থাকে না,
তেমনি বিশ্বসংসারে টাকা ভূমি আর নারী;
এই তিনটি জিনিস,কারু চিরজীবন আপন থাকে না।
তবু আমি নকশীকাঁথার মাঠে কত স্বপ্ন এঁকেছি
কিছুতেই তাকে ভুলতে পারি নি।

(০২) মনহরিণী কদম ফুল
ঝিরিঝিরি বৃষ্টি পড়ে মন করে হায় ব্যকুল !
অপলক দৃষ্টিতে চেয়ে থাকে মনহরিণী কদম ফুল ।
নিদারুণ তার রূপের বাহার সাদা পাড়া হলুদ শাড়িতে ;
সেজেগুজে হাতছানি দেয় কদম ডালে তার বাড়িতে।
ইচ্ছে করে তার হারিয়ে যেতে নীল আকাশের দেশে
তাইতো সে হাতছানি দেয় বর্ষা রানীর বেশে।
লুকিয়ে থাকে অসংখ্য সবুজ পাতার ফাঁকে ;
হৃদয়-গভীরে স্বপ্নস্মৃতি এঁকে ।

(০৩) রৌদ্রস্ফুলিঙ্গ
সূর্যরশ্মিতে হঠাৎ ফুল ফুটেছে,
সে ফুলের তেজে আকাশ হয়েছে আগ্নেয়গিরি;
মেঘ আর বৃষ্টি হারিয়েগেছে হিমালয় পর্বতমালায়
বৈশ্বিক উষ্ণতাপে জ্বলছে আলোকিত পৃথিবী।
নীল আকাশে লাল ডিমের মতো যে স্ফুলিঙ্গ
ইদানীং সেটা গনগনে রৌদ্রস্ফুলিঙ্গ।

(০৪) চুমুকাব্য
ইদানিং, পার্কে পার্কে
চুমু জন্যও দিতে হয় অতিরিক্ত ট্যাক্স;
তাহলে,প্রেমিকার সাথে ছাতার নীচে মুখোমুখি
নিজের ইচ্ছেমতো করা যায় চ্যাট।
ঝোপঝাড়ের মশাগুলোকেও দিতে হয় কিছুরক্ত
ওরা জানে, প্রেমিক-প্রেমিকারা চুমুর ভক্ত।


নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া, জেলাঃ বগুড়া

 



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন