গ্রাম গঞ্জের ছক্কা পাঞ্জা
নিজের পতন বীজ – করে সে বপন।
গুণিজনের গুণ কর্মে – করে উপহাস।
ডুবাতে করেনা দ্বিধা – শত্রু ভাবে যাকে।
ভাবনায় থাকে শুধু – মরুক পড়ে ‘ঠাটা’।
কথায় বার্তায় ভালো মানুষ – যেন পাখি তোতা।
মসনদ কেড়ে নিতে হয় – ইংরেজ নির্ভর।
নামের সাথে যুক্ত হয় – বিশ্বাস ঘাতক।
অপরের দুঃখে তারা – পায় মনে সুখ।
প্রযুক্তির যুগে এসে – এ কি বলে হায়!
রক্ষা পেতো সমাজ আর – সে হতো মহান।
জাতিভেদ মানেনা আজ – শিক্ষিত জনে।
অসবর্ণে বিবাহ সে – অনায়াসেই করে।
অসমতার জ্বালা ছিল – অনেকের অন্তরে।
ক্ষান্ত হতো বহু লোক – দেশটাকে ত্যাগে।
বিভাজন সৃষ্টি করাই – হলো তাদের কাজ।
নাহলে কুড়াবে শুধু – মানুষের ধিক।
বংশের বাড়াবাড়ি – আজ দেখ হীন।
ভেদাভেদ ভুলে চল – একই পথে সবে।
২৮/০৬/২০২০ খ্রিস্টাব্দ।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন