আজ শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়রের দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। দায়িত্ব নিয়েই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনচিত্র নিয়ে একটি বর্ষপুঞ্জি তৈরির ঘোষণা দেন। খোঁজ নিয়েছেন দক্ষিণ সিটির সার্বিক অবস্থার। আজ তাঁর দায়িত্ব পালন উপলক্ষে দক্ষিণের নগর ভবনে ছিল সাজ সাজ রব। সব কিছু গুছিয়ে পরিপাটি করা হয়। পরিষ্কার করা হয় বাগান।
দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নগর ভবনের প্রবেশ করলে নেতাকর্মী ও ভবনের কর্মচারীরা তাঁকে ‘শুভেচ্ছা-স্বাগতম’ বলে অভিনন্দন জানান। পরে কর্মকর্তরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
আগের মেয়র সাইদ খোকন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তিনি বাসা থেকে প্রয়োজনীয় সব কাগজপত্রে স্বাক্ষর করে নগর ভবনে পাঠিয়ে দিয়েছেন। নগরের প্রত্যেক শাখার একটি সংক্ষিপ্ত বিবরণী তাপসকে দেওয়া হয়। তিনি তা প্রত্যক্ষ করেন। আজ বিকাল ৩টায় অনলাইনে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে তাঁর।
ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে ডিএনসিসিতে অভিযান
এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আজ শনিবার চিরুনি অভিযান শুরু হচ্ছে। অভিযান সর্বাত্মকভাবে সফল করতে নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত ডিএনসিসির পৃথক দুই অনলাইন সভায় তিনি এ আহ্বান জানান। অনলাইন সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা এবং ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ করার পর এটিই মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর কল্যাণ সাধন করা। আমাদের কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা। তাই কথায় নয়, কাজে প্রমাণ দিতে হবে। মানুষের আশা-আকঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। এর ব্যতিক্রম হলে সাংবাদিক ও জনগণ কেউই ছাড় দেবে না।’
মেয়র আতিক আরো বলেন, ‘মশক নিয়ন্ত্রণ যেন ঠিকমতো হয় সে জন্য প্রত্যেক কাউন্সিলর ব্যক্তিগতভাবে মনিটর করবেন। নির্ধারিত গুণ ও পরিমাণ বজায় রেখে মশার কীটনাশক ছিটানো হচ্ছে কি-না, তা আপনাদের নিশ্চিত করতে হবে।’
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন