অমরি || মনিরুজ্জামান প্রমউখ গল্পের মূখ্য চরিত্রের একটা নাম দেয়া দরকার । চরিত্র যার সে একটা কুকুর । নাম দিলাম অমরি । দেখতে সে নিরীহ যথেষ্ট, অন্য হতে। সুন্দর এর লুকে, মানানসই এর ঘরের সদস্য নয় সে। দেখলে ম্যামোথ্যামো লাগে, এমন। না তুচ্ছ, না স্বচ্ছ। মেদহীন দেহের গড়ন। কিছু-টা সাইক্লোন ঝড় যে ওর শরীর বেয়ে- […]
বদলীচেষ্টা কেন? |||| বিশ্বজিৎ মানিক ঈদের ছুটির পর অফিস যাওয়া আবার ভালো লাগছেনা খোকার অফিসেতে যাবার। কর্মস্থলে নেই তার নিজস্ব আবাস ইতোপূর্বে ছিল খোকার বোনের বাসায় বাস। মহামারী কোভিড দিলো লণ্ডভণ্ড করে ক্যামনে বলে থাকতে দাও নিজ বোনেরে? ভগ্নিপতি অসুস্থ হয়ে হাসপাতালে যায় সৃষ্টিকর্তার কৃপায় তার প্রাণ রক্ষা পায়। বাড়ি থাকতেই খোকাবাবু হতাশায় ভোগে ত্রয়োদশী […]