সাহিত্য ও কবিতা

দমন অপরিহার্য  ||||  বিশ্বজিৎ মানিক


দমন অপরিহার্য  ||||  বিশ্বজিৎ মানিক


অপঘাতে গেছে কতো – অপরাধীর প্রাণ
তথাপিও মানুষ কেন – হয়না সাবধান?


আশির দশকের শেষে ছিল – গালকাটা কামাল
হিমসিম খেতে হয় – দিতে তাকে সামাল।


ইমদু নামেও ছিল – ভয়ানক এক প্রাণী
সন্ত্রাস লুটপাটে ছিল – সে ও খুব নামী।


বহুকষ্টে করা হয় – এদেরে দমন
ক্ষমতার কাছে থেকেও – পেয়েছিল সমন।


প্রাণ কেড়ে নেয়া ছিল – মামুলি ব্যপার।
স্বভাবে চরিত্রে ছিল – এরশাদ শিকদার।


ক্যাসিনোর লুটপাট – ভুলে নাই কেহ
খেয়েছিল ধরা তারা – অর্থ কড়ি সহ।


কোটি কোটি টাকা তারা – করেছিল জমা
ব্যবসাপাতি ছিল তাদের – খুবই রমরমা।


আইন শৃঙ্খলার কাজে যারা – নিয়োজিত আছে
দিয়েছিল করে তারা – সবকিছু মিছে।


অনুদানের ত্রাণ যারা – গিলে খেয়েছিল
উপযুক্ত শাস্তি পেয়ে – মাশুলটাই দিল।


সব দলেই আছে কিছু – অপরাধের হোতা
আনুকূল্য পেয়ে তারা –  হয়ে যায় নেতা।


আশ্রয়ে প্রশ্রয়ে এরা – লুটেপুটে খায়
ছাইপাঁশ সবকিছুই – যখন যাহা পায়।


অমানুষ মুনাফেক – আছে কতো শত
দূর্যোগের অপেক্ষায় তারা – থাকে অবিরত।


শাহেদ আলী, সাবরিনা – করলো এবার কি?
পরীক্ষা নিরীক্ষা ছাড়াই – নিলো কতো ফি।


মহামারী কালেও যতো – পাষণ্ডের দল
অহোরাত্র করছে তারা – পরীক্ষা নকল।


সংগৃহীত নমুনা নাকি – তারা ফেলে দেয়
মনগড়া সনদ তারা – নিজে লেখে নেয়।


সেবা কাজে থেকেও এরা – কলঙ্কিত লোক
এদের জন্য কার কি’বা – মনে হবে শোক?


কলুষিত করে যারা – রাষ্ট্রের সুনাম
তাদের দিতেই হবে – খুব চড়া দাম।


অপরাধের শাস্তি কিন্তু – হয় অনিবার্য
অপরাধ দমন রাষ্ট্রের – দ্বায়িত্ব অপরিহার্য।


১৫/০৭/২০২০ খ্রিস্টাব্দ।


 

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন