দেশে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ইতালি প্রবাসীর মেয়ের মৃত্যু
জমির হোসেন, ইতালি থেকে | বাংলাদেশে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেল ইতালি প্রবাসী হাবিল খানের শিশু কন্যা ইমারা (৪)।
তিনি সামাজিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি মিলান, লোম্বার্দিয়ার সাধারণ সম্পাদক। সম্প্রতি তিনি পরিবার নিয়ে কুমিল্লায় নিজ গ্রামে বেড়াতে যান।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল চারটার দিকে তার মেয়ে পানিতে ডুবে মারা যায় বলে নিশ্চিত করেছেন একই এলাকার ইতালি প্রবাসী দেশপ্রিয় নিউজ নামে একটি সংবাদমাধ্যমের সম্পাদক সোহেল মজুমদার শিপন।
এ ব্যাপারে মিলানে বসবাসরত লম্বারদিয়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক মামুন হাওলাদার জানান, গত ২০ নভেম্বার মিলান থেকে সপরিবারে দেশের বাড়ি কুমিল্লায় যান তারা।
বৃহস্পতিবার কুমিল্লার আদর্শ সদর উপরজেলা নিজ গ্রাম বাড়াইপুরে খেলার এক ফাঁকে সবার অগোচরে পুকুরে পড়ে গেলে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পানিতে তার লাশ ভেসে উঠে।
ঘটনার দিন নিহত ইমারার বাবা বাড়িতে ছিলেন না। নিহতের সাত বছরের এক বড় ভাই আছে।
ইমারার অকাল মৃত্যুতে মিলানে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসেছে। একইসঙ্গে দেশের বাড়িতেও চলছে শোকের মাতম।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন