নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মৌলভীবাজারের জগলুলের জয়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ইয়র্কের প্রাইমারি ভোটে বাংলাদেশি মনজুর চৌধুরী জগলুল ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশন ডেলিগেট হিসাবে ডিস্ট্রিক্ট ১৩ থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। এতে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ২ এপ্রিল নিউ ইয়র্ক সিটিতে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয়। এ বছর নিউ ইয়র্ক সিটি থেকে কেবল ডেলিগেট হিসাবে একজন প্রার্থী হয়েছেন। তিনি মৌলভীবাজারের কামালপুর এলাকার মনজুর চৌধুরী। ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশনে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ১৩ থেকে তিনি ৯ হাজার ৯৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিউইয়র্ক স্টেট থেকে মনজুর চৌধুরীর শিকাগোতে প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী আগস্টে ডেমোক্রেটিক কনভেনশন অনুষ্ঠানে প্রথম বাঙালি হিসাবে যোগ দেওয়ার কথা রয়েছে।
নিউ ইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশি সক্রিয়দের মধ্যে অন্যতম মনজুর চৌধুরী। এর আগে তিনি নিউইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচনে কুইন্স কাউন্টির জুডিশিয়াল ডেলিগেট হিসাবে দুবার নির্বাচিত হয়েছেন। মনজুর ডোমিনিকান প্রোভিন্স অব সেন্ট জোসেফের প্রধান কার্যালয়ে কন্ট্রোলার হিসাবে কর্মরত।
মনজুর চৌধুরী বলেন, এটি বাংলাদেশি কমিউনিটির জন্য বড় জয়। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এসএস/সিএ