পুরাতন সেই আড্ডা |||| বিশ্বজিৎ মানিক
আশির দশকের বন্ধুদের – আড্ডাটি আজ আর নেই
খুনসুটি করে কাটিয়ে সময় – আড্ডাটি দেয়া হত যেই।
হয়েছিলাম বন্ধু কতজন আমরা – কাশীনাথ স্কুলটিকে ঘিরে
চার দশক আগে স্কুল ছেড়ে গেছে – কতজন কত পথ ধরে।
একুশ এগারো শনিবার রাতে – বেঙ্গল কনভেনশন হলে
বেয়াল্লিশ বছর পরে জমেছিল আড্ডা – দশজন সহপাঠী মিলে।
জেগেছিল স্পন্দন খাবার টেবিলে – স্মৃতির রোমন্থন ঘিরে
মনে হয়েছিল আমাদের কৈশোর – পুনরায় এসে গেছে ফিরে।
কোলাহল কালে তিনবার এসে – মেসিয়ার দিয়েছিল সিগনাল
পুরাতন বন্ধু একসাথে পেয়ে – ছয়ফুল হয়েছিল বেসামাল।
লাউডস্পিকার লাগিয়ে যেন – বলছিল অবিরাম কথা
ক্ষনিকের তরে হয়েছিল দূর – জমায়িত যতোসব ব্যাথা।
আরজু কিছমত আতিক আর হারুন – হয়েছিল সবে একাকার
সিলেট থেকে নাজমুল আসেনি – কন্যাটি যার ডাক্তার।
আরো কতজন কত দিকে আছে – খোঁজ নেই কারো কারো
সুরুজের সাথে হয়নি তো দেখা – বছর হয়েছে বারো।
কথা ছিল আরো বড়ো পরিসরে – মেতে উঠা হবে আড্ডায়
দেশের বাহিরে থাকে কতজন – কেউ গুলশান বনানী বাড্ডায়।
ফেসবুক দেখে আফসোস করে – ছড়িয়ে আছে যারা প্রবাসে
অপেক্ষার প্রহর গুনছে কেহ – মিলিত হবে কবে সকাশে?
শেখর এখন সুইডেন থাকে – সমেছ অজয় কানাডায়
বখতিয়ার স্বপনের লন্ডনে বাস – দেশে এলে ফের দেখা যায়।
শতদল ইমদাদ শায়েখ হয়েছে – ডলারের রোজগারি
আমেরিকা প্রবাসী হলেও তাদের – স্বদেশে পোতা আছে নারী।
নামগুলো সব পরছে না মনে – সহপাঠী ছিল যারা
কেউ কেউ আবার পেয়েই খবর – দারুণ দিয়েছে সারা।
শৈশব কৈশোরের স্মৃতিগুলো আজ – করছি রোমন্থন
বয়স বেড়ে গেছে এখনো সে স্মৃতি – হয়নি তো পুরাতন।
সৈয়দ মহসীন হয়ে গেছে দেখি – সরকারি কলেজের প্রফেসর
শ্যামল ও সুভাষের সাংস্কৃতিক জগতে – ব্যপক হয়েছে প্রসার।
ফজলু এখন পৌরপিতা হয়ে – কুড়িয়েছে কত সুনাম
কতজন আবার অকালে ঝরে পড়ে – ছেড়ে গেছে ধরাধাম।
স্কুল জীবনের স্মৃতিগুলো আজ – হয়ে গেছে ইতিহাস
তোফা সোলেমান চলে গেছে তারা – ছেড়ে দিয়ে শেষ নিঃশ্বাস।
অসিতের সাথে হবেনা তো দেখা – আর কোনদিন কোনখানে
মুহিবও কোনদিন মিলবে না আর – আড্ডায় আমাদের সনে।
০২/১২/২০২০ খ্রিস্টাব্দ।
-এস এস/সিএ