CBNA English NEWS জাতিসংঘ প্রবাসের সংবাদ ফিচার্ড

প্রথমবারের মত জাতিসংঘে কমিউনিটি স্বাস্থ্যসেবা বিষয়ক রেজুল্যুশন গৃহীত Sheikh Hasina’s innovative ‘Community Clinic’ model acknowledged by global Community

প্রথমবারের মত জাতিসংঘে কমিউনিটি স্বাস্থ্যসেবা বিষয়ক রেজুল্যুশন গৃহীত: শেখ হাসিনার ‘কমিউনিটি ক্লিনিক’ এর বৈশ্বিক স্বীকৃতি

নিউ ইয়র্ক, ১৬ মে ২০২৩ । আজ জাতিসংঘে প্রথমবারের মত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি রেজুল্যুশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। “কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা: সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি” শিরোনামের ঐতিহাসিক রেজুল্যুশনটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে।

বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত রেজুল্যুশনটিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল উদ্ভাবনী উদ্যোগের ব্যাপক স্বীকৃতি দিয়ে এই উদ্যোগকে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে উল্লেখ করে। এটি জনগনের স্বাস্থ্য সেবার উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্য সেবায় সাম্য আনয়নে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। আজ সাধারণ পরিষদে রেজুল্যুশনটি  উপস্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত। কমিউনিটি ক্লিনিক ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থার প্রতি অকুণ্ঠ সমর্থনস্বরূপ জাতিসংঘের ৭০ টি সদস্য রাষ্ট্র এই রেজুল্যুশনটি কো-স্পন্সর করে।

রাষ্ট্রদূত মুহিত তার বক্তব্যে সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনে এই রেজুল্যুশনের ইতিবাচক প্রভাব তুলে ধরেন। তিনি জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহ কর্তৃক এই রেজুল্যুশনের অনুমোদনকে ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা অর্জনের বৈশ্বিক প্রচেষ্টায় এক অবিস্মরণীয় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।  তিনি বলেন, রেজুল্যুশনটির সফল বাস্তবায়ন কমিউনিটি ক্লিনিক ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা এবং জাতিসংঘ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত্ব আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে এই রেজুল্যুশনের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। কারণ এটি সদস্য দেশসমূহে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে, এই কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল স্বাস্থ্য ব্যবস্থা প্রবর্তন ও বাস্তবায়নে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বহুপাক্ষিক এবং আঞ্চলিক উন্নয়ন ব্যাংক এবং দাতাদের যথাযথ কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদানের জন্য আমন্ত্রণ জানায়।

উল্লেখ্য, বাংলাদেশের সকল মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে বাংলাদেশে এই অনন্য কমিউনিটি ক্লিনিক ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করেছিলেন যা সারাদেশের তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় সরকারের প্রাথমিক স্বাস্থ্য সেবার সুফল সরবরাহে বিপ্লব ঘটিয়েছে। মানুষকে নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সরকার এ পর্যন্ত সারা দেশে পাবলিক-প্রাইভেট অংশিদারিত্বে ১৪,০০০ এরও বেশি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অদম্য উন্নয়ন অগ্রযাত্রায় এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে রেজুল্যুশনটি সদস্য রাষ্ট্রের সাথে নেগোশিয়েশন করেন উপ-স্থায়ী প্রতিনিধি ডঃ মোঃ মনোয়ার হোসেন। মিশন গত কয়েক বছর ধরে স্বাস্থ্য কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এর ধারাবাহিকতায় এই রেজুল্যুশনটি এই বছরের শুরুর দিকে মিশন সদস্য রাষ্ট্রের বিবেচনার জন্য প্রস্তাব করে। সদস্য রাষ্ট্রগুলির সাথে  বিগত ৪ মাস নিবিড় আলোচনা ও নেগোশিয়েশনের পরে আজ প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।

UN adopts first-ever resolution on community-based health care:  Sheikh Hasina’s innovative ‘Community Clinic’ model acknowledged by global Community

New York, 16 May 2023: Today, the United Nations has unanimously adopted the first-ever resolution on community-based health care. The historic resolution, entitled, “Community-based primary health care: a participatory and inclusive approach to universal health coverage,” acknowledged the important role community clinics play in promoting primary health care, women’s empowerment, community engagement and mobilization towards achieving universal access to health. The resolution, in recognition of Prime Minister Sheikh Hasina’s stellar contribution in establishing model community clinics in Bangladesh, highlighted ‘the Sheikh Hasina Initiative’ as an exemplary innovative model of public-private partnership.

By introducing the “Community Clinic Model of Bangladesh’, the resolution asks member states to explore measures to scale up and reference best practices to benefit from successful national experience. It reflects Bangladesh’s commitment to improve health and well-being of its citizens and to contributing to global health equity.

The Permanent Representative of Bangladesh to the United Nations in New York Ambassador Muhammad Abdul Muhith introduced the resolution in the General Assembly. The resolution, first of its kind in the United Nations or the World Health Organization, was co-sponsored by 70 countries.

In his remarks, Ambassador Muhith highlighted the impact of this resolution on achieving universal health coverage through inclusive community-based primary health care. Referring to today’s adoption of the resolution as a watershed moment in global efforts for universal and equitable access to health for all, he said that implementation of the resolution can make a world of difference to the lives of billions and their families and communities around the world. “It has a far-reaching impact in promoting international cooperation for universal health coverage as it invites international financial institutions, multilateral and regional development banks and donors to provide appropriate resources, especially for developing countries, to strengthen community-based health services towards the full implementation of the SDGs,” he further added.

To bring all people of Bangladesh under primary health care coverage, Prime Minister Sheikh Hasina introduced this unique community clinic model in Bangladesh in 1998 which has revolutionized the health care delivery to reach the doorstep of people all over the country, particularly those in under-served areas and hard-to-reach populations. The Government has so far established more than 14,000 community clinics all over the country, with each clinic serving 6000 population.  Adoption of the resolution is a great recognition to the dynamic leadership of Prime Minister Sheikh Hasina in accelerating the progress to universal health coverage and implementation of SDGs by 2030.

On behalf of the Bangladesh Permanent Mission in New York, the resolution was facilitated by Dr. Md. Monwar Hossain, Deputy Permanent Representative. The Mission has been playing a key role in the global health diplomacy over the last few years and as a continuation of its effort, this resolution was conceptualized and initiated by the Mission earlier this year. After 4 months of intensive negotiations among the Member States, the resolution was adopted unanimously.



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন