ফিচার্ড রকমারি

প্রপোজ ডে কিন্তু প্রপোজ করতে পারছেন না? জড়তা কাটাবেন কীভাবে

প্রপোজ-ডে-কিন্তু-প্রপোজ-করতে-পারছেন-না

প্রপোজ ডে কিন্তু প্রপোজ করতে পারছেন না?

ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস। ফ্রেব্রুয়ারি মাস পড়লেই জেনো ভালোবাসার পালে হাওয়া লাগে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৫ টি ভালোবাসার দিবস আছে এই মাসে।

৭ ফেব্রুয়ারি – রোজ ডে
৮ ফেব্রুয়ারি – প্রপোজ ডে
৯ ফেব্রুয়ারি – চকলেট ডে
১০ ফেব্রুয়ারি – টেডি ডে
১১ ফেব্রুয়ারি – প্রমিস ডে
১২ ফেব্রুয়ারি – কিস ডে
১৩ ফেব্রুয়ারি – হাগ ডে
১৪ ফেব্রুয়ারি – ভ্যালেন্টাইন ডে
১৫ ফেব্রুয়ারি – স্ল্যাপ ডে
১৬ ফেব্রুয়ারি – কিক ডে
১৭ ফেব্রুয়ারি – পারফিউম ডে
১৮ ফেব্রুয়ারি – ফ্লার্টিং ডে
১৯ ফেব্রুয়ারি – কনফেশন ডে
২০ ফেব্রুয়ারি – মিসিং ডে
২১ ফেব্রুয়ারি – ব্রেকআপ ডে

এর মধ্যে ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি ভালোবাসার মানুষকে মনের কথা জানানোর দিন। অনেকেই প্রিয় মানুষকে অনেকবার মনে মনে ভালোবাসার কথাটি বলেছি কিন্তু বাস্তবে প্রপোজ করার কথা মনে হতেই কথা এলোমেলো হয়ে যায়, বুক দুরু-দুরু করে। যারা প্রিয় মানুষটিকে প্রপোজ করার কথা ভাবছেন কিন্তু জড়তা কাটাতে পারছেন না তারা নীচের কয়েকটি টিপস অনুসরণ করতে পারেন।

কথা গুছিয়ে নিন: প্রপোজ করার সময় কী বলবেন তা মনে মনে আগে থেকে সাজিয়ে-গুছিয়ে নিন। তবে স্ক্রিপ্টের মতো মুখস্থ করার দরকার নেই, সহজভাবে মনে রাখুন আপনার মনের যে অনুভুতির কথা গুলো তাকে জানাতে চান। সেই কথাই সহজ ভাষায় জানান।

প্রপোজ করার জায়গা নির্বাচন করুন : সবাইকে দেখিয়ে প্রেম নিবেদন না করাই ভালো। প্রপোজ করার জন্য দুজনের পছন্দমতো নিরিবিলি স্থান বেছে নিন। একান্তই জনবহুল এলাকায় প্রপোজ করতে হলে নিজের মনকে স্থির করুন। কে কী ভাববে বা ভাবল তা নিয়ে কম ভাবুন।

সহজ থাকুন: পছন্দের মানুষের কাছে যতটা সম্ভব সহজ থাকুন। সত্যি বলতে প্রপোজের সময় হৃৎস্পন্দন বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। তারপরেও, হাসি-খুশি থাকুন এবং সহজভাবেই জানান মনের কথা।

শ্বাস ছাড়ুন: সকলেই নার্ভাস হয়ে পড়েন এই বিশেষ মুহূর্তটিতে। বুকে দম আটকে রাখেন অনেকে, এতে বুক ভার হয়ে যায়। তাতে নার্ভাসনেস আরও বাড়ে। গভীর শ্বাস নিয়ে ছাড়ুন, তারপর মনের কথা জানান।

না শোনার জন্য প্রস্তুত থাকুন: এমন হতেই পারে, সে আপনার প্রপোজ তাৎক্ষণিক নাও গ্রহন করতে পারে। তাকে ভাবার বা সিদ্ধান্ত নেওয়ার সময় দিন। আবার হতেই পারে সে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করল। হতেই পারে, আপনার প্রতি তার সেই অনুভূতি নেই। এর জন্য কষ্ট পেলেও মেনে নিতে হবে এটাই সত্যি। তবে ভেঙ্গে পড়লে চলবেনা। হতে পারে সে আপনার যোগ্য ছিলোনা। অপেক্ষা করুন, যে আপনাকে ভালোবাসে সে একদিন আপনার কাছে আসবেই।

অনলাইন ডেস্ক প্রতিবেদন


এফএইচ/বিডি

সংবাদটি শেয়ার করুন