ফিচার্ড সাহিত্য ও কবিতা

সেই হাতিয়ার |||| পুলক বড়ুয়া

সেই হাতিয়ার |||| পুলক বড়ুয়া

লোহুজুড়ে ভাষার লড়াই
হৃদমাঝারে শহিদ স্মৃতি
পরাণজুড়ে শহিদ দিবস
হিয়ার মাঝে মর্সিয়া-শ্লোক

বুকের মধ্যে ঠায় দাঁড়িয়ে
মৌন মনের শোকের মিনার
লক্ষপ্রাণের প্রভাতফেরি

আগুন হানে ফাগুন প্রাণে


তুমি আমার মনের মিনার
তুমি আমার প্রাণের মিনার
তুমি আমার সাধের মিনার

তুমিই আমার শহিদ মিনার


আটই ফাগুন ভাষার নিখিল
পলাশ-শিমুল ফুলের অখিল
কৃষ্ণচূড়ার মাতম-মিছিল,—
কবর তো নয় ভাষার এ নীড়
কবর তো নয় ভাষারই বীর

বাংলা ভাষার একেকটি মিড়


মৌনতার এ বাকপ্রতিমায়
মৌনতার এ বাকবাগিচায়
বর্ণমালার অশেষ আবেশ
আমরা যুঝি আমরা খুঁজি
আমরা বুঝি আসল পুঁজি—

ভাষার এ দেশ বাংলাদেশ


বুকের মধ্যে সুনীল আকাশ
দল মেলেছে রক্তপলাশ
শোকের শিশির কিংশুকে নেই
বুক ভরেছি বারুদ গন্ধেই
ধমনীতে রক্তনদী
বইছে শিরায় নিরবধি
রক্তস্নাত সাহস-সাঁতার
রক্তমাখা বাংলা ভাষার
অনেক আশার ভালোবাসায়—
বর্ণমালার ধ্বনিমালায়
বাংলা ভাষার কন্ঠ শুনি

হৃদয়েতে স্বপন-বুনি


বাংলা আমার ভাষার আলো
বাংলা আমার আশার আলো
একুশ আমার প্রথম আলো
একুশ আমার পরম আলো
বাংলা আমার ভাষার বুলেট
বাংলা আমার আশার বুলেট
একুশ আমার প্রথম বুলেট

একুশ আমার পরম বুলেট


রক্তে কেনা অস্ত্র আমার

হাতেখড়ি সেই হাতিয়ার ।


সংবাদটি শেয়ার করুন