বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া চেষ্টা করছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। ছবি : ভিডিও থেকে নেওয়া।
বিমানবন্দরে এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া চেষ্টা করছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে জড়িত এপিবিএন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।
ভিডিওতে দেখা যায়, একজন যাত্রীর সঙ্গে এপিবিএন সদস্যদের কথা কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে এক এপিবিএন সদস্য ওই প্রবাসীর ঘাড়ে হাত দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছেন। আরেক এপিবিএন সদস্য তার মালপত্র ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন।
জানা গেছে, গত রোববার কথা কাটাকাটির জের ধরে এপিবিএন সদস্যরা এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার পরপরই আশপাশে থাকা বাকি প্রবাসী যাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করেন এবং ওই ঘটনার ভিডিওচিত্র ফেসবুকে প্রকাশ করেন।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান জানান, ভিডিওটি আমরা সংগ্রহ করছি। অভিযুক্ত এপিবিএনের সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
করোনায় মৃত প্রবাসীদের স্মরণে নিউইয়র্কে শোক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদসহ আড়াই শতাধিক প্রবাসীর আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করেছে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)। একইসাথে করোনা মহামারিতে বিপর্যস্ত কমিউনিটিকে জাগিয়ে তুলতে সকল সাংবাদিক নিষ্ঠার সাথে কাজের সংকল্প ব্যক্ত করেন। নিউইয়র্কসহ সমগ্র যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত […]
নিউইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র বর্ণিল অভিষেক সাখাওয়াত হোসেন সেলিম নিউ ইয়র্ক থেকে।। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো প্রবাসে বাংলাদেশীদের অন্যতম সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র বর্ণিল অভিষেক। গত ১৭ অক্টোবর, ২০২০ শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে এ অভিষেক অনুষ্ঠিত হয়। সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মৌলভীবাজার প্রবাসীর উপস্থিতিতে […]
Historic Mujibnagar Day observed at Bangladesh Embassy in Washington Mujibnagar Government and Bangladesh’s independence are tied to same thread: Ambassador Imran Washington DC, 17 April, 2024– The historic Mujibnagar Day was observed at Bangladesh Embassy in Washington DC today (Wednesday), recalling the historic ceremonial oath-taking of the first government of independent Bangladesh on 17th April […]