কানাডার সংবাদ ফিচার্ড

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে অবৈধ ইউনুস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে অবৈধ ইউনুস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

মেঘ বৃষ্টি উপেক্ষা করে অবৈধ ইউনুস সরকারের বিরুদ্ধে কয়েক শত বাংলাদেশী অটোয়া পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ মিছিল।

বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা শাখার আয়োজনে অবৈধ ইউনুস সরকারের বিরুদ্ধে কানাডা অটোয়া পার্লামেন্ট ভবনের সামনে বাংলাদেশীরা বিক্ষোভ মিছিল করেছে। কানাডা সরকারের কাছে বাংলাদেশের হত্যা ধর্ষণ নির্যাতন মব জাস্টিস, গণহত্যা ও রাজনৈতিক অবস্থা তুলে ধরতেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ ক্যুইবেক প্রাদেশিক শাখা, বাংলাদেশ আওয়ামী লীগ অন্টারিও শাখা, অটোয়া আওয়ামী লীগ, কানাডা যুবলীগ অংশগ্রহণ করে ইউনুস সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলে।

মুশলধারে বৃষ্টিতে ভিজে আওয়ামী লীগ নেতাকর্মীদের এই আন্দোলনে অংশগ্রহণ করতে দেখা যায়।

আওয়ামী লীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিও কলে বিক্ষোভকারী আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কথা বলে আন্দোলনে উৎসাহ দেন।

অডিও কলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছে-

কানাডা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ইতরাদ জুবেরী সেলিম, সাজ্জাদ হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমেদ, ক্যাশিয়ার বজলুর রশীদ, ক্যুইবেক আওয়ামী লীগ সভাপতি মুন্শী বশীর, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন, অন্টারিও আওয়ামীলীগ সভাপতি গোলাম মোস্তফা, অটোয়া আওয়ামী লীগ নেতা আবু সাইফুদ্দিন, কানাডা যুবলীগ নেতা পিয়াস আহমেদ শাকিল ও আরও কয়েকজন।

-সংবাদ সংযোগঃ বাকী বিল্লাহ বকুল

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন