ফুলবাড়ীতে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত
হেলাল উদ্দিন, ফুলবাড়ী কুড়িগ্রাম থেকে।। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী সহযোগীতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী কুড়িগ্রামের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত )সারোয়ার পারভেজ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ , ফুলবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য ও সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মোছাব্বের রহমান হ্যাভেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দল প্রদর্শনীর মাধ্যমে সারাদেশে পুনরায় শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ আলোড়ন সৃষ্টির লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অ্যাক্রোবেটিক প্রদর্শনী উপভোগ করেন নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণীর জনগণ।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান