বাংলাদেশ হিন্দু মন্দিরে উদয়াস্ত মহানাম সংকীর্তন
মন্ট্রিয়লস্থ বাংলাদেশ হিন্দু মন্দিরে গত ২২ ও ২৩ জুলাই বিগ্রহ প্রতিষ্ঠার বর্ষপুর্তিতে জীব ও জগতের মঙ্গল ও কল্যাণ কামনার্থে অত্যধিক ভক্তিমিশ্রিত আনন্দঘন পরিবেশে বিনম্র শ্রদ্ধায় পবিত্র যজ্ঞ ও উদয়াস্ত মহানাম সংকীর্তন উদযাপিত হয়েছে।
উদয়াস্ত মহানাম সংকীর্তনে দিনভর ভক্তমন্ডলীর উপস্থিতিতে ও উৎসাহ ছিল সত্যিই প্রশংসনীয়। ২২ জুলাই শুক্রবার ছিল অধিবাস পালনের বিভিন্ন আনুষ্ঠানিকতাI ২৩ জুলাই শনিবার ভোর ৩:৫২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বিভি্ন্ন উওর আমেরিকার বিভি্ন্ন জনপ্রিয় কির্তনীয়া দল দিনভর হরিনাম সংকীর্তন পরিবেশন করেন।
মহানাম / হরিনাম সংকীর্তনের গৌরবউজ্জল ভক্তিমিশ্রিত আভায় যেন চারিদিক হয়ে উঠেছে। দিনভর সকল ভক্তমন্ডলীর জন্যই প্রসাদের সুব্যবস্থা ছিল I হিন্দু মন্দির কমিটির নিবেদিতপ্রাণ কর্মীরা এই পুণ্যানুষ্ঠানকে সার্থক করে তুলতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।