খেলা ফিচার্ড

বিপিএল ড্রাফট শুরু, সরাসরি চুক্তিতে দল পেলেন যারা

bpl-players-draft-2025

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। যেখানে আগেই দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল। সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

অবশ্য ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলে আগে থেকে থাকা দলগুলো (চারটি দল) সরাসরি নিতে পেরেছে ১ জনকে। কারণ তাদের রিটেইন করার সুযোগ আছে। এবার নতুন মালিকানায় যাওয়া (৩ দল) ফ্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে দলে নিতে পেরেছে সর্বোচ্চ দুজন।

ব্যর্থ মিশন শেষে ভারত থেকে দেশে ফিরলেন টাইগাররা
এক নজরে দেখে নেওয়া যাক সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা-

ঢাকা ক্যাপিটালস – মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান

চিটাগং কিংস – সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম

ফরচুন বরিশাল – তাওহিদ হৃদয়

সিলেট স্ট্রাইকার্স – জাকের আলী

খুলনা টাইগার্স – মেহেদী হাসান মিরাজ

রংপুর রাইডার্স – মোহাম্মদ সাইফউদ্দিন

দুর্বার রাজশাহী – এনামুল হক।

এর আগে ড্রাফটে প্রথম ডাকের সুযোগ পায় দুর্বার রাজশাহী। নিজের প্রথম ডাকেই তারা দলে ভিড়িয়েছে তারকা পেসার তাসকিন আহমেদ। এরপর বরিশাল তাদের পরপর দুই ডাকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানভির ইসলামকে দলে ভিড়িয়েছে। সেই সঙ্গে সিলেট স্ট্রাইকার্স নিজেদের প্রথম ডাকে দলে নিয়েছে রনি তালুকদারকে। আর দ্বিতীয় ডাকে আবারও তারা দলে নেয় মাশরাফি বিন মুর্তজাকে।

‘এ’ ক্যাটাগরিতে আছেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ।

এছাড়া প্লেয়ার্স ড্রাফটে নাম উঠছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম।

‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। গেল বারের আসর থেকে নতুন করে ৩টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এছাড়া থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিচ্ছে দুর্বার রাজশাহী।

সাত দলের বিপিএল ২০২৫ (বিপিএলের ১১ তম আসর) এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এরমাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। কিন্তু, একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তাঁরা কোন ক্রিকেটার রিটেইন (ধরে রাখা) করতে পারেনি।

পুরাতন চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ২ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। সেইসঙ্গে ডিরেক্ট সাইনিংয়ে দলে এসেছেন অনেকেই। এদের মাঝে অবশ্য চট্টগ্রামের দলই এখন পর্যন্ত সবচেয়ে ভারি। সাকিব আল হাসান, শরিফুল ইসলামের পাশাপাশি ৬ বিদেশিকে সাইন করিয়েছে তারা।

বিপিএলের সাত দলের ক্রিকেটারদের তালিকা:

ঢাকা ক্যাপিট্যালস

সরাসরি চুক্তি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম

বিদেশি সরাসরি চুক্তি: জনসন চার্লস, আমির হামজা, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানি,

ড্রাফট থেকে: লিটন দাস

চিটাগং কিংস

সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম

বিদেশি সরাসরি চুক্তি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো

ড্রাফট থেকে: শামীম হোসেন পাটোয়ারি

দুর্বার রাজশাহী
সরাসরি চুক্তি: এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ

 

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তি: তাওহীদ হৃদয়

রিটেইন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম

বিদেশি সরাসরি চুক্তি: কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, দাভিদ মালান, ফাহিম আশরাফ

ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভির ইসলাম

সিলেট স্ট্রাইকার্স

সরাসরি চুক্তি: জাকের আলী

রিটেইন: তানজিম হাসান সাকিব, জাকির হাসান

বিদেশি সরাসরি চুক্তি: পল স্টার্লিং, জর্জ মানজি

ড্রাফট থেকে: রনি তালুকদার

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ

রিটেইন: আফিফ হোসেন, নাসুম আহমেদ

সরাসরি বিদেশি চুক্তি: ফাহিম নেওয়াজ, ওশানে থমাস

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তি: মোহাম্মদ সাইফউদ্দিন

রিটেইন: নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান

সরাসরি বিদেশি চুক্তি: অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ

ড্রাফট থেকে: নাহিদ রানা

 

সূত্র : বাংলাদেশ জার্নাল

এফএইচ বিডি / অনলাইন ডেস্ক
সংবাদটি শেয়ার করুন