ফিচার্ড সাহিত্য ও কবিতা

ঘাটের গল্প III শীতল চট্টোপাধ্যায়

ঘা
       টে
             
                   গ
                          ল্প

ঘাটের গল্প III শীতল চট্টোপাধ্যায়


ছুটে- ছুটে আসা নদী
ঘাট ছুঁয়ে যায় অন্য ঘাটে ,
রোজই ভোরে নদী ছুঁতে
ঘাট সিঁড়িতে সূর্য হাঁটে ৷
সূর্য-নদীর মন
গল্পে কিছুক্ষণ ৷
ঘাটের বয়স ইতিহাসে
চৌকাঠই তার শেষ সিঁড়িটা ,
ধসে যাওয়া আধভাঙা ঘাট
শ্যাওলা-গাছে ঘাটের ভিটা ৷
ফাটেতে ফিসফিস
গল্প কথার শিস ৷
প্রাচীন ঘাটে ‘প্রেম যমুনা’ ,
‘হর কি পৌরি’,’দশাশ্বামেধ’,
‘নবদ্বীপ’ ও ‘রাসমণি’ ঘাট ,
ঘাটে মানুষ বয় অবিচ্ছেদ ৷
ঘাটরা গল্পময়
লুকিয়ে নিশ্চয় ৷
কোন আমলে গড়ে ওঠা
কোথার ঘাটটা কবে কোনদিন !
স্নানের শুদ্ধে নদী ছুঁতে
ঘাট গড়া সেই মানুষে ঋণ ৷
কহিনী সেই সব
ঘাটেতে নীরব ৷
একটা ঘাটের লেখা চিঠি
আর এক অন্য ঘাট ঠিকানায় ,
নদী পিওন সেই চিঠি
পৌঁছুতে ঘাট দরজাতে যায় ৷
সে ঘাটের প্রাণ ছোঁয়
সেই চিঠি গল্পয় ৷
কারা ঘাটে বসে – বসে
ভুলেছিল বাড়ি ফেরা ,
গল্পগুলোও পদ্য হয়ে
ইটের গায়ে আছে ঘেরা ৷
ইটের গায়ে ক্ষয়
গল্পরা পায় ভয় ৷
ঘুঙুরেতে ঢেউরা বেজে
যাচ্ছে নেচে ঘাটের দো’রে ,
এক মনেতে দেখল যারা
জুড়ল নদী আপন ক’রে ৷
ঘাটেতে ঘুঙুর
যায়না ছেড়ে দূর ৷
পাহাড় বুকের যত কথা
নদী হয়ে জলে কওয়া ,
ঘাটে -ঘাটে পাহাড় কথা
ব’লে নদীর সামনে বওয়া ৷
ঘাটের সিঁড়ি পা’য়
পাহাড় গল্প বায় ৷
ঘাটের ওপর মেঘ দাঁড়িয়ে
বৃষ্টি পাঠায় ঘাটের কোলে ,
বৃষ্টি গড়ায় ধাপ থেকে ধাপ
আকাশ কথার গল্প ব’লে ৷
ঘাটেতে আকাশ
গল্পে ঘাটের পাশ ৷
ঘাটে নেমে ঘট ডোবানো
সে ঘাট ধরেই জলে তর্পণ ,
স্নানের সাধুর ঝুলি ঘাটে
আগলাচ্ছে সে বৈরাগ্য ধন ৷
সাধুজী জটায়
ঘাট-নদী জড়ায় ৷
ভালোবেসে ঘরকে ছেড়ে
ঘাটের ধাপে দাঁড়ায় ওরা ,
মাঝির নৌকো ওপার ঘাটে
পৌঁছে বলল – মুক্ত তোরা ৷
ঘাট ওদের দেখে
রেখে দেয় এঁকে ৷
সারাটা দিন -ঘাটেতে দিন
সাঁঝের ঘাটে চাঁদের চলা ,
নদীর ওপর জ্যোৎস্না নদী
ঘাটকে চাঁদের গল্প বলা ৷
চাঁদে আর ঘাটে
সারারাত কাটে ৷
দেব -দেবীদের ঘাটেতে বাস
জীবন ফেরার সাক্ষী হ’তে ,
হরিনামের গন্ধ ছড়ায়
দেহ, ঘাটের অগ্নি স্রোতে ৷
গল্প যায় রেখে
ঘাট রাখে ঢেকে ৷
জাগা ,ভাঙা ,ডোবা ঘাটে
গল্প বাঁচা, গল্প হারা ,
জীবন নদী ,জলের নদী
ঘাটকে ছুঁয়ে বওয়ার ধারা ৷
ভিন্ন ঘাটের ধার
গল্প অন্য তার ৷


জগদ্দল , উত্তর ২৪ পরগণা , পশ্চিমবঙ্গ
ভারতবর্ষ

সংবাদটি শেয়ার করুন